সলমন খান, শাহরুখ খানের পর এবার প্রাণে মেরে ফেলার হুমকি বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। পাকিস্তানের ডন শাহজাদ ভাট্টি তাঁকে হুমকি দিয়েছেন। সরাসরি জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে সদ্য দাদাসাহেব ফালকে জয়ী অভিনেতাকে, না হলে ফল ভুগতে হবে। দুবাই থেকে দুটি ভিডিয়ো প্রকাশ করেছেন ভাট্টি। ভিডিয়োতে বাঙালির প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে দেখা গিয়েছে। আরও পড়ুন-সৎ বোনের যত্নে ব্যস্ত🐎 কাঞ্চন,ম🌺ায়ের সাথে ডিনার ডেটে ওশ! খোরপোষে কত লাখ পান পিঙ্কি?
কিন্তু কেন মিঠুনের উপর চটেছেন পাক ডন? মিঠুনের মন্তব্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগ💦 আঘাত লেগেছে বলে দাবি শাহজাদ ভাট্টি। তারই প্রতিশোধ নিতে এই প্রাণনাশের হুমকি।
গত ২৭ অক্টোবর কলকাতার জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ‘ফোঁস করেছিলেন’ মিঠুন। লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর একটি ‘বিতর্কিত’ মন্তব্য করেন। মিঠুন নাম না করে বলেছিলেন, 'একজন নেতা বল🦩েছিলেন, এখানকার (বাংলার) জনসংখ্যার ৭০ শতাংশই মুসলিম। ৩০ শতাংশ 💟হিন্দু, ভাগীরথীতে হিন্দুদের কেটে ভাসিয়ে দেব। ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন, বলেননি। কিন্তু আমি বলছি, তোমাকে তোমার মাটিতেই পুঁতে দেব।’
পাক গ্যাংস্টার ওই ভিডিয়ো বার্তায় বলেন, ‘এই ভিডিয়োটি মিঠুন চক্রবর্তীর জন্🥂য। কিছুꦰদিন আগে তিনি বলেছিলেন, মুসলিমদের মাটিতে কবর দেবেন। মিঠুন সাহেব, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে ১০-১৫ দিনের মধ্যে এই ফালতু কাজের জন্য ক্ষমা চেয়ে নিন, অন্যথায় আপনি এর জন্য অনুতপ্ত হবেন।’ ভাট্টি আরও বলেন, ‘আপনার ভক্তরাও মুসলিম। মুসলমানরা আপনাকে সম্মান দিয়েছে এবং আপনি তাদের হৃদয়ে আঘাত করেছেন। আমরাও আপনার ফ্লপ সিনেমা দেখতে যেতাম। আজ আপনি যা কিছু হয়েছেন তা ভক্তদের কারণেই। যে বয়সে আছেন সে বয়সে পাগলামি করা উচিত নয়, পরে আফসোস করবেন।’ ডন হুমকির সুরে বলেন, 'এটা সিনেমা নয়, বাস্তব জীবন। মঞ্চে উঠে আপনি ভিলেন হয়ে যাচ্ছেন।
উস্ক𝄹ানিমূলক বক্তব্য়ের জেরে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ইতিমধ্য়েই দুটি এফআইআর দায়ের করা হয়েছে। একটি এফআইআর হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়, দ্বিতীয় এফআইআর দায়ের হয়েছে বউবাজার থানায়।
বিধাননগর পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, ‘আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।’ চলতি বছরের শুরুতে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন চক্রবর্তী। পুজোয় বক্স অফিসে মুক্তি পেয়েছিল মহাগুরুর শাস্ত্রী, ক্রিসমাসে স💮ন্তান নিয়ে হাজির হচ্ছেন 𓂃তিনি।