২০২১-র ডিসেম্বরে মুক্তি পেয়েছে ‘৮৩’। সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে একটা উৎসাহ ছিল প্রথম থেকেই। তবে ছবি প্রকাশ্যে আসার পর বক্স অফিস রিপোর্ট যে🌞ন কেমন গোলমেলে। সেভাবে বক্স অফিসে চলল না এই সিনেমা। ফলত অবাক অবনেকেই। যদিও সমালোচকরা বেশ ভালোই প্রশংসা করেছেন এই সিনেমার।
সম্প্রতি ‘৮৩’ নিয়ে টুইট করতে দেখা গেল অভিনেতা সুমিত রাঘবনকে। সিনেমা ও সিরিয়ালের বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুমিত। বিখ্যাত টেলিভিশন শো ‘সারাভাই ভার্সেস সারাভাই’ যার মধ্যে অন্যতম। ‘৮৩’ সিনেমার কিছু দৃশ্যꦑ নিয়ে আপত্তি তুললেন অভিনেতা।
সুমিত তাঁর টুইটে লিখলেন, ‘কাল ৮৩ দেখলাম। রণবীর, পঙ্কজ ত্রিপাঠি অসাধারণ। সুনীল গাভাস্কারের চরিত্রে তাহির ভাসিনও দুর্দান্ত। তবে ভারত-পাক যুদ্ধ বিরক্তিক♒র। বোমা পড়ছে আর আমাদের জাওয়ানরা ক্রিকেট কমেন্ট্রি শুনছে, আমাদের শত্রু দেশ বলছে, ‘আপনারা ম্যাচ শুনুন, আমরা গুলি চালাব না’! হা হা হা… সত্যি?’
🍌অভিনেতা তাঁর টুইটে আরও লেখেন, ‘সত্যি খুব মিষ্টি শত্রু দেশ। পরিচালক ঠিক কী প্রমাণ করতে চেয়েছিলেন? আর তারপর আসে দাঙ্গার দিক। আমার জন্য পুরো সিনেমাটাই ঘেঁটে গিয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখো না ব্যাপারটা। এর থেকে খেলোয়ারদের আগের জীবনের গল্প দেখাও। আর এইসব বরং অন্য কোনও ছবির জন্য তোলা থাক।’
‘৮৩’র পরিচালনা করেছেন কবীর খান। কবীর তাঁর দেওয়𒁏া বেশ কিছু সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘সিনেমাতে খেলার ওপরেই বেশি জোর দেওয়া হয়েছে। এমনকী, কাস্টিং করার সময়ও বাইরে একটা ক্রিকেট পিচ রাখা হয়েছিল। যেখানে অভিনেতারা কতটা ব্যাট-বল খ💟েলতে পারেন তা দেখা হয়েছিল। যাতে পরে তাঁদের ক্রিকেটের বেসিক ট্রেনিং দেওয়া যায় চরিত্রগুলোর মতো করে।’
প্রসঙ্গত, ‘৮৩’ ইতিমধཧ্যেই ৮৩.৪৮ কোটির ব্যবসা করে ফেলেছে।💞 বছর শেষের ও শুরুর দিনে বেশ ভালোই টাকা ঘরে তুলেছে কবীর খানের সিনেমা।