আরজি কর কাণ্ডের পর নির্যাতিতার স্মরণে হাসপাতাল চত্ত্বরেই বসেছে আবক্ষ মূর্তি। দেবীপক্ষের সূচনাকাল💖ে মহালয়ার দিনই হাসপাতাল চত্ত্বরে এই মুর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছে, তাও আবার আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের অফিসের ঠিক সামনেই। আন্দোলনরত জুনিয়র চিকিৎস💟কদের উদ্যোগেই এই মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যাচ্ছে, জুনিয়র চিকিৎসকদের গণ-কনভেনশনে পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী হাসপাতাল চত্ত্বরে নির্যাতিতার স্মরণে এই আবক্ষ মূর্তি বসানো হয়েছে। মূর্তিটি বানিয়েছেন শিল্পী অসিত সাঁই। 'অভয়া'র স্মরণে এই মূর্তির নাম রাখা হয়েছে 'ক্রাই অফ দ্য আউয়ার🍃। (সময়ের বা ঘণ্টার কান্না)' যদিও নির্যাতিতার মুখের সঙ্গে এই আবক্ষ মূর্তির কোনও মিল নেইꦰ। তবে এই আবক্ষ মূর্তির চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। অনেকেই এই মূর্তিটি বানানোর বিরোধিতা করেছেন। প্রশ্ন তুলেছেন, এই মূর্তি বানানোর আগে নির্যাতিতার পরিবারের সম্মতি নেওয়া হয়েছিল কিনা। এধরনের মূর্তি দেখা সত্যিই অস্বস্তিকর বলে দাবি করেছেন। আবার অনেকেই এই মূর্তি বানানো নিয়ে জুনিয়র চিকিৎসকদের সিদ্ধান্তকে সমর্থন করেছেন।
তবে এই মূর্তি বানানোর ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের হয়🍸েই গলা চড়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। 'অভয়া' স্মরণে তৈরি হওয়া আরজি কর হাসপাতাল চত্ত্বরের আবক্ষ মূর্তি নিজের ফেসবুকের পাতায় শেয়ার করে শ্রীলেখা লিখলেন, ‘অস্বস্তিকর ...তাইনা? ꦛএকটু অস্বস্তি হক না হয়। দুর্গাপুজোর সবকিছুর মধ্যে এটাও থাকুক।’
আরও পড়ুন-দেবীপক্ষেই বিয়ে সারছেন, কনের 🐈বেশে তৈরি রূপসা, বর বেশে সায়ন𝔉দীপ কি হাজির?