🔯 ২০২০-র ১৪ জুন, সেই অভিষপ্ত দিন, বান্দ্রার যে অ্যাপার্টমেন্টে থাকতেন, সেখান থেকেই উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। প্রসঙ্গত, ওই ফ্ল্যাটটি অবশ্য সুশান্তের নিজের ছিল না। তিনিও মোটা টাকা দিয়ে সেটা ভাড়া নিয়েছিলেন। সুশান্তের মৃত্যুর পর বহুবার সেই ফ্ল্যাটটি মালিকের ভাড়া দেওয়ার কথা শোনা গিয়েছিল। তবে ওই ফ্ল্যাটে ভাড়াও বেশিদিন টেকেনি। বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সেই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটিই কিনেছেন 'দ্য কেরালা স্টোরি' খ্যাত অভিনেত্রী আদা শর্মা। যদিও আদা নিজে শুরুর দিকে এবিষয়ে মুখ খোলেননি।
🐟তবে এবার আদা শর্মা নিজেই সুশান্তের সেই ফ্ল্যাটে বসতি স্থাপন করার কথা জানিয়েছেন। গত ৪ মাস ধরে ওই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের বাসিন্দা হলেন আদা। যদিও আদা জানিয়েছেন, গত ৪ মাস ধরে তিনি ওই Mont Blanc আবাসনের বাসিন্দা হলেও ছবির প্রচারে তাঁর সেখানে বিশেষ থাকা হয়নি। তবে এবার তিনি সেখানে থিতু হয়েছেন। সম্প্রতি ওই অ্যাপার্টমেন্টেরই একটা কোণায় ঠাকুর ঘর বানিয়ে সেখানে বসে রামভজন করতে শোনা গিয়েছিল আদা শর্মাকে।
🍬কিন্তু সুশান্তের এই বাড়ি কেনা নিয়ে কী বলছেন আদা শর্মা, কেনই বা ওই অ্যাপার্টমেন্টটিই কিনলেন?
ဣআদা শর্মা বলেন, ‘আমি খুবই অনুভূতি প্রবণ। বান্দ্রা এই অ্যাপার্টমেন্টটি আমায় ইতিবাচক অনুভূতি দিয়েছে। কেরল ও মুম্বইয়ে আমাদের বাড়ির আশেপাশে প্রচুর গাছ ছিল। তাই আমি এমন একটা বাড়ি চাইছিলাম, যার চারপাশটা সুন্দর হবে। অনেক জায়গা থাকবে, যেখানে আমি পাখিদের খাওয়াতে পারি।’
༒আদা আরও বলেন, ‘যদিও এই বাড়িটি কেনার সিদ্ধান্ত নিয়ে অনেকেই আমাকে বারণ করেছিল। তবে তারপরেও আমি এটা কিনেছি।’ আদা জানিয়েছেন,ওই বাড়িতে থাকা শুরু করার আগে তিনি সেখানে কিছু বড় পরিবর্তন এনেচেন। দোতলায় একটা মন্দির তৈরি করা হয়েছে। গান এবং নাচের ঘর আলাদা করেছেন। আদা গাছপালা পছন্দ করেন, তাই তিনি তাঁর পুরোনো বাড়ি থেকে গাছপালা নিয়ে এসেছেন। তিনি বান্দ্রার ওই অ্যাপার্টমেন্টে একটা টেরেস গার্ডেনও তৈরি করেছেন। আদা জানিয়েছেন, ওই বাড়িতে সুশান্তের বিষয়ে কোনও কথা হয়না, তাঁর কথায়, ‘ওখানে তো আর সুশান্ত কিংবা তাঁর টিমের কেউ নেই, তাই যে নেই তাঁকে নিয়ে কেন কথা বলব! এই বাড়ি আমাকে ইতিবাচক অনুভূতিই দেয়।’
🔴এদিকে আদা শর্মার ভজন গাওয়ার ভিডিয়ো সামনে আসতেই কেউ কেউ ট্রোল করতে শুরু করেন। একজন লিখেছেন – ‘এটি মনোযোগ আকর্ষণ করার একটা ভাল উপায়।’ আরেকজন লিখেছেন – ‘আদাকেও ২০২৯-এর নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে হয়ত। আদাও স্মৃতি ইরানি বা কঙ্গনা রানাওয়াত হতে চায়।' কারোর মন্তব্য- 'খ্যাতির জন্য কী করতে হয়।'