কেরিয়ারের শুরুর দিকে ‘দ্য মিস্ট্রি কন্টিনিউস’, ‘হার্টলেস’, ‘হিম্মতওয়ালা’-এর মতো বেশকিছু ছব𒁃িতে অভিনয় করেছেন অভিনেতা অধ্যায়ন সুমন রাজ। যদিও মূলত অভিনেতা শেখর সুমনের ছেলে বলেই পরিচিতি পেয়েছেন শেখর সুমন। তবে অধ্যায়ন মনে করেন, বিখ্যাত বাবার ছেলে বলেই যে তিনি কাজ পাবেন, এমনটা নয়। সাম্প্রতিক সাক্ষাৎকারে অধ্যায়ন ফাঁস করেছেন, কীভাবে তিনি এক কাস্টিং ডিরেক্টরের কথায় তিনি আঘাত পেয়েছিলেন।
সম্প্রতি হিন্দুস্তান টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে অধ্য়ায়ন সুমন বলেছেন, ‘কিছু লোকজন আমায় ব﷽লতেন, আরে যা না পার্ট꧟ি কর বলিউডের বড় লোকজনের সঙ্গে , তাহলে কাজ পাবি। আমার প্রশ্ন ছিল আমি কীভাবে পার্টি করে কাজ পাব? বড় বড় লোকজনের সঙ্গে পার্টি করলে তবেই কাজ পাব। যদিও এটাও বিষয় যে বড় লোকজন আপনাকে পার্টিতে ডাকবেই বা কেন! এমন নয় যে আপনি গেলেই আপনাকে বলবে, আসুন পার্টি করি। ওদের সঙ্গে পার্টি করতে গেলেও ওদের ছোটবেলার বন্ধুবান্ধব বা কাছের লোকজন হতে হবে।’
আরও পড়ুন-শিমলার বাড়িতে স্মৃতিতে ফেরা, পুরনো দিনের কꦆাঠের উনুন জ্বালিয়ে রান্না প্রীতির
এখানেই শেষ নয়, নিজের অভিজ্ঞতা জানাতে অধ্যায়ন সুমন বলেন, ‘একবার এক কাস্টিং ডিরেক্টর রাত ২টোয় ফোন করে বলে✅ছে, এখনই চলে আয় পার্টি করতে। আমি গিয়েছিলাম, কারণ তখন কাজ পেতে আমি মরিয়া ছিলাম। কিন্তু আমার সেখানে গিয়ে নিজেকে খানিকটা কুকুরের মতো মনে হয়েছিস। ও বলল, উঠো পড়, তো উঠলাম, বসে পড় তো বসলাম। বিষয়টা এমনই ছিল। আবার আপনি যদি এই পার্টিতে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন, তাহলে আবার সেটা ওদের আত্মসম্মানে আঘাত করা হবে।’