গত বছর সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। কিন্তু আশ✤্চর্যজনকভাবে এই সিরিজে অভিনয় করার পর থেকে একটিও সিনেমার অফার আসেনি তাঁর কাছে। প্রায় এক বছর হতে চলল তেমন কাজের সুযোগ পাননি তিনি। বলিউড নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শোনা গেল অদিতিকে।
গত বছর মুক্তি পেয়েছিল ‘হীরামান্ডি: দ্যা ডায়মন্ড বাজার’। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই সিরিজটি ছিল ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় লাহোরের রেড লাইট এলাকায় পতিতাদের জীবন নিয়ে তৈরি হওয়া একটি সিনেমা। সিরিজে বিব্বোজানের চꦑরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন অদিতি রাও হায়দারি।
আরও পড়ুন: মুক্তির আ🧔গেই অনলাইꦛনে ফাঁস সলমনের সিকন্দর! কী পদক্ষেপ নিলেন নির্মাতারা?
আরও পড়ুন: একদম✤ মানায়নি, 'কেশরি চ্যাপ্টার ২'-তে অনন্যার পরিবর্তে কাকে দেখতে চাইলেন দর্শকরা?
সঞ্জয় লীলা বনশালি পরিচালিত সিরিজ মানেই সেই সিনেমায় থাকবে ঐতিহ্যের রেশ। সিনেমার স꧟েট থেকে শুরু করে নায়ক নায়িকাদের পোশাক, সবেতেই থাকে আভিজাত্যের ছোঁয়া। এই সিরিজটি ছিল তেমনই একটি সিনেমা। ‘হীরামান্ডি’ সিরিজে শুধু অদিতি নন, দুর্দান্ত অভিনয় করেছিলেন রিচা চাড্ডা, সোনাক্ষী সিনহা সহ আরও অনেকে।
তবে খুব আশ্চর্যজনকভাবে ‘হীরামান্ডি’ সিরিজটি নিয়ে তুমুল আলোচনা হওয়ার পরেও এটির পর আর তেমন কোনও ভালো সিনেমার অফার পাননি অদিতি। সম্প্রতি ফারাহ খানের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়🅘ে অদিতি জানান, 🔥‘হীরামান্ডি’ মুক্তির পর তাঁর হাতে আর কোনও কাজ ছিল না। প্রায় এক বছর বড় পর্দা থেকে দূরে আছেন তিনি।
আরও পড়ুন: ৩ বছর বলিউডে কাজ করেও কܫ্যামেরাকে ভয় পান মানুষী! বললেন, ‘ সব কিছু…ღ'
আরও পড়ুন: কালো পোশাকে𒈔 র্যাম্পে হাঁটলেন জাহ্নবী, ক্ষুব্ধ নেটিজেনরা! কেন?
ফারাহ খানের෴ সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে অদিতি বলেন, ‘হীরামান্ড🔯ি সিরিজে মানুষ আমার অভিনয়ের এতটাই প্রশংসা করেছিলেন, এত ভালোবাসা দিয়েছিলেন যে আমি ভেবেছিলাম যে আমার কাছে একের পর এক কাজের অফার আসতে থাকবে। কিন্তু খুব সত্যি কথা বলতে তেমন কিছুই হয়নি। আমার কাছে একটা কাজেরও অফার আসেনি তখন।'
অদিত𝕴ির কথা শুনে ফারাহ বলেন, ‘তখনই তুমি বিয়ে করে নিয়েছিলে?’ অভিনেত্রী বলেন, ‘না ব্যাপারটা একেবারেই তা নয়। আমাদের সময় বের করতে হয়েছিল বিয়ের জন্য। এমন সময় আমরা বেছে নিয়েছিলাম যাতে বিয়ের জন্য আমাদের কাজের কোনও ক্ষতি না হয়।’
প্রসঙ্গত, সম্প্রতি ইমতিয়াজ আলি পরিচালিত একটি রোমান্টিক ড্রামা অভিনয় করতে দেখা যাবেꦕ অদিতিকে। এই সিনেমায় অদিতির বিপরীতে অভিনয় করবেন অবিনাশ তিওয়ারি। বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন অর্জুন রামপাল। সিনেমাটি প্রযোজনা করছে Netflix।