এর আগে কোনওদিনই রাজনীতির ময়দানে দেখা যায়নি তাঁকে। সচারচর কখনও কোনও রাজনৈতিক মন্তব্যও তি𒉰নি করেন না। আর সেই রণবীর সিং-ই কিনা লোকসভা নির্বাচনের আগে মোদী বিরোধী প্রচার করছেন! সত্যিই কি তাই? তবে কি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক পাননি বলেই এবার বিজেপির বিরুদ্ধে সরব হলেন꧙ বলিউডের 'খিলজি'?
ক𝓡িন্তু বিজেপির বিরুদ্ধে কোন দলের হয়ে সরব হলেন রণবীর সিং? সম্প্রতি মণীশ মালহোত্রার ফ্যাশান শোয়ের জন্য বারাণসীতে গিয়েছিলেন মিস্টার সিং। সেখানে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও দেন অভিনেতা। সেই বারাণসী থেকেই রণবীর সিং-এর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। কাশীর নমো ঘাটে বসেই নমোকে আক্রমণ করতে শোনা যায় রণবীর সিং কে।
ঠিক কী বলতে শোনা গিয়েছে তাঁকে?
'মোদীজি কোনও কোনও ক্ষেত্রে সঠিক। ওঁর উদ্দেশ্য আমাদের দুঃখ-দুর্দশা উদযাপন করা। আমাদের দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি… আমাদের দেশ অন্যায়ের পথে দ্রুত এগোচ্ছে। তবে আমাদের নিজেদের ღঅধিকার বুঝে নতে হবে। তবে আমাদের নিজেদের বিকাশ এবং ন্যায় চাওয়া বন্ধ করলে হবে না। তাই ভেবেচিন্তে ভোট দিন।'ไ আর ভিডিয়োর শেষে ফুটে ওঠে কংগ্রেসকে ভোট দেওয়ার কথা।
আরও পড়ুন-‘প্রথম কবে যৌনতায় ল⭕িপ্ত হয়েছিলে?’ মা হয়ে ছেলেকে এসব কী জিগ্গেস করে বসলেন মালাইকা!