'তখন ৯-৯.৩০টা হবে আমরা কয়েকজন মিলে শো (ফসিলসের) দেখব ব🌊লে যাই। ভিড় দেখেই অবস্থা এত খারাপ হয় যে কী বলব। গেটের বাইরে থিক থিক করছে অন্তত ৩ থেকে ৪ হাজার মানুষ। আমাদের সামনেই পুলিশ লাঠিচার্জ শুরু🦄 করল। অনেকেই মার খেয়েছেন। ভিতরে ঢোকার আশা ছেড়ে ফিরে আসি তখনই। কী যে ভয়ঙ্কর অবস্থা ছিল!' দমদম সঙ্গীত মেলায় ফসিলসের শো দেখতে গিয়ে এমনটাই জানালেন এক প্রত্যক্ষদর্শী।
তবে এটাই প্রথমবার নয়, কিছুদিন আগে মধ্যমগ༒্রামেও ফসিলসের শোতেও একই ঘটনা ঘটেছিল। তখনও খোদ গায়ক সবটার প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি হয়।
আরও পড়ুন: জন সিনা স𓆉্বাধীনতা সংগ্রামী! দাদাগিরিতে খুদের উত্তরে হেসে লুটোপুটিꦦ খেলেন সৌরভ
আরও পড়ুন: অ্যানিম্যালে ববির জায়গায় যদি বি🤪রাট থাকত তবে? কল্পনা সত্যি করল AI, দেখুন ভিডিয়ো
৫ জানুয়ারি, শুক্রবার দমদমে দমদম সঙ্গীত মেলায় ফসিলসের শো ছিল। আর অনেকের কাছেই রূপম ইসলাম অনুপ্রেরণা। অন্ধ ভক্ত। তাঁকে একবার দেখার জন্য, তাঁর গান শোনার জন্য ব্যাকুল হয়ে ওঠেন তাঁরা। এমন অবস্থায় যদি সেই শো বাড়ির কাছে অনুষ্ঠিত হয় না ওপেন টু অল হয় তাহলে কে আর সেই সুযোগ ছাড়েন! এদিনও ঠিক একই জিনিস ঘটল। ফসিলসের গান শোনা এবং রূপম ইসলামকে এক ঝলক দেখবার আশায় অগুনতি মানুষ আসেন এই কনসার্টে। আর সেখানেই বাঁধল বিপত্তি। মাঠ লোকে ভর্তি হয়ে য☂াওয়ায়, আগেরদিনের বিপদ এড়াতে একটা সময়ের পর বন্ধ করে দেওয়া হয় গেট। তবুও অনেকেই এসে গেটের কাছে জড়ো হন। অবরুদ্ধ হয়ে যায় দমদম রোড। যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: রূপমের শোতে বিশৃঙ্খ💃লা-হুড়োহুড়ি, সময়ের আগে শো শেষ করে কী🎀 বললেন গায়ক?