শত চেষ্টার পরেও জোড়া লাগল না ভাঙা সম্পর্ক। পাকাপাকিভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন ধনুশ ও ঐশ্বর্য রজনীকান্ত। দীর্ঘ দু-বছর আগে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা জানিয়েছিলেন তারকা দম্পতি। সেই খবরে হতবাক হয়েছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি, এক ছাদের তলায় না থাকলেও কাগজে কলমে স্বামী-স্ত্রী হিসাবেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে। তবে এবার পারস্পরিক বোঝাপড়ায় ডিভোর্সের পথে হাঁটছেন তাঁরা। আরও পড়ুন-শাহরুখের হবু বউমা আচমকাই বরুণকে জাপটে ধরলেন! আরিয়ানের বিদেশি ‘প্রেমিꦏকা’ ফের চর্চায়
ইন্ডিয়া টুডে সূত্রে খবর, ১৩ বি ধারায় পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন ধনুশ-ঐশ্বর্য। শিগগিরই চেন্নাইয়ের পারাপারিক আদ▨ালতে তাদের বিচ্ছেদ মামলার শুনানি হবে। যদিও সূত্রের খবর, মেয়ের ডিভোর্সের সিদ্ধান্তে খুশি নন রজনীকান্ত। মেয়ে-জামাইয়ের সংসার জোড়ার চไেষ্টা করেও ব্যর্থ হন থালাইভা।
২০২২ সালে বিচ্ছেদের ঘোষণা
দুই পুত্র সন্তানের বাবা-মা ধনুশ ও ঐশ্বর্য। তাঁদের বিচ্ছেদের ঘোষণা অনেকের কাছেই মেনে নেওয়া সহজ ছিল না। ২০২২ সালের ১৮ই জানুয়ারি বিচ্ছেদের ঘোষণা করেছিলেন ধনুশ আর ঐশ্বর্য। যৌথ বিবৃতি দিয়ে তাঁরা জানিয়েছিলেন, ‘বন্ধু হিসেবে, জুটি হিসেবে, বাবা-মা হিসেবে ১৮ বছরের এই পথ চলা। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছꦰি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। আমি আর ঐশ্বর্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে এতদিন থেকেছি। এবার নিজেদের নিজেদেরকে বোঝার পালা’।