ইদে দুটি বলিউড ছবি সংঘর্ষ করেছে বলিউডে। অক্ষয়-টাইগারের জুটিতে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ আর অজয় দেবগনের ময়দান। ৩ দিন 🅺পর, কে কাকে টেক্কা দিয়ে গেল ব্যবসার নিরিখে?
অক্ষয়ের সিনেমাটি ভারতে তৃতীয় দিনে আনুমানিক ৮.৫ 🔯কোটি টাকা আয় করেছে বলে Sacnilk.com একটি প্রতিবেদনে জানানো হয়েছে। অন্য দিকে, ময়দান মুক্তির তৃতীয় দিনে ৪.৭৪ কোটি টাকা সংগ্রহ করেছে। শনিবার প্রেক্ষাগৃহে 'ময়দান'-এর হিন্দি দর্শক ছিল ১৬.৪৮ শতাংশ।
আরও পড়ুন: ওরি-🥃কে নাচতে দেখে হেসে ফেললেন ত𝔍ৃণা! কাঁধে হাত দিয়ে তুললেন ছবি স্পেশাল পোজে
বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ-র বক্স অফিস কালেকশন:
অক্ষয় ও টাইগারের অ্যাকশন ফিল্মটি ৩ দিনে ভারতে আনুমানিক ৩১.৭৫ কোটি টাকা আয় করেছে। প্রথম দিনে, বড়ে ꦦমিয়াঁ ছোটে মিয়াঁ হিন্দি, তামিল, তেলেগু, মালায𒈔়ালাম এবং কন্নড় ভাষায় ভারতে মোট ব্যবসা করে ১৫.৬৫ কোটি টাকা। যার মধ্যে চলচ্চিত্রটি হিন্দিতে ১৫.৫ কোটি টাকা আয় করেছে। অ্যাকশন ড্রামা দ্বিতীয় দিনে এর প্রায় অর্ধেক সংগ্রহ করেছে, যা ভারতে সমস্ত ভাষায় ৭.৬ কোটি টাকা আয় করেছে। তারপর শনিবারের সংগ্রহ ৮.৫ কোটি।
🦄এই সিনেমায় অক্ষয় কুমারকে ফিরোজ চরিত্রে, টাইগার শ্রফকে রাকেশের চরিত্রে, পৃথ্বীরাজ সুকুমারনকে কবিরের চরিত্রে দেখা গিয়েছে। সৈনিক ফিরোজ এবং রাকেশকে কবীরের কাছ থেকে একটি চুরি হওয়া অস্ত্র পুনরুদ্ধারের জন্য একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ মিশনের দায়িত্ব দেওয়া হয়ে। একজন💜 প্রতিহিংসাপরায়ণ বিজ্ঞানী হল রাকেশ, যিনি ভারতে সর্বনাশ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে দৃঢ়প্রতিজ্ঞ। কবীরের ঘৃণ্য় পরিকল্পনা ব্যর্থ করতে ও ভারতের সুরক্ষা রক্ষা করতে, রাকেশ ও ফিরোজ যখন বিশ্ব-ভ্রমণের যাত্রা শুরু করে।
আরও পড়ুন: রাস্তায় অচেনা লোক෴ের সঙ্গে ঝꦺগড়া, কামড়ে দেন সইফ আলি খান! যেতে হয় হাসপাতালে
ময়দান বক্স অফিস কালেকশন:
সর্বশেষ আপডেট অনুসারে, ময়দান মুক্তির তৃতীয় দিনে, প্রথম শনিবারে ৪.৭৪ কোটি টাকা সংগ্রহ করেছে। এটি এখনও পর্যন্ত স্পোর্টস ড্রামার জন্য সর্বোচ্চ একদিনের সংগ্রহ, এবং পরের দিন রবিবার হওয়ায় ছবিট𓆏ি আগামীকালও ভালো পারফর্ম করবে বলে আশা করা হচ্ছে। প্রথম দিনে অর্থাৎ ইদে, ময়দান ৪.৫ কোটি টাকা সংগ্রহ করে, শুক্নেরবার এটির সংগ্রহ ছিল ৩ কোটি টাকা। 🍬আপাতত ৩ দিনে অজয় দেবগনের স্পোর্টস ড্রামার মোট আয় ১২ কোটি টাকা।
আরও পড়ুন: সলমন খানকে খুনের চেষ্টা? রবিবার ꩵসকালে গ্যালাক্সি-র সামনে চলল গুলি, তদন্তে পুলিশ
ময়দান'-এ আরও অভিনয় করেছেন প্রিয়ামণি, গজরাজ রাও ও রুদ্রনীল ঘোষ। সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। ছবিতে ꦦঅজয় কিংবদন্তি কোচ সৈয়দ আবদুল রহিমের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ভারতীয় ফুটবলের জনক হিসেবে পরিচিত। ছবিটি যৌথভাবে প্রযো💃জনা করেছে বনি কাপুর ও জি স্টুডিও।