বর্তমান সমাজের পুরুষরা অনেক🎐টাই আন্ডারস্ট্যান্ডিং। স্ত্রী-র পাশে সবসময় দাঁড়ান তাঁরা। মেটারনিটি লিভ (মাতৃত্বকালীন ছুটি) থেকে এবার তাই সমাজে এসেছে পেটারনিটি লিভও (পিতৃত্বকালীন ছুটি)।
চলতি বছরের জুলাই মাসে প্রথম সন্তান আসতে চলেছে অভিনেতা-দম্পতি রিচা চাড্ডা এবং আলি ফজলের। রিচা সম্প্রতি হীরামণ্ডির প্রচার শেষ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান যে, তিনি অক্টোবর পর্যন্ত মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন। আর সম্প্রতি জꦑানা গিয়েছে, শীঘ্রই হবু বাবা আলিও প্রায় এক মাসব্যাপী পিতৃত্বকালীন ছুটি নিয়ে কাজে বিরতি নিতে চলেছে♛ন।
আরও পড়ুন: (সন্তান আসবে শীঘ্রই🌟, এরই মাঝে ‘বেবিমুন’ সারতে কোথায় গেলেন ‘দীপ-বীর’?)
অপরদিকে আলি ফজলের হাতে বর্তমানে তিনটি ছবি রয়েছে। তিনি বর্তমানে কাজ করছেন- চলচ্চিত্র নির্মাতা অনুরাগ বসুর ‘মেট্রো... ইন দিনো’-তে, অভিনেতা কমল হাসানের সঙ্গে ‘ঠাগ লাইফ’ এবং অভিনেতা সানি দেওলের সঙ্গে ‘লাহোর ১৯৪৭-এ। অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা যায়, ‘আলি ৩০ জুনের মধ্যে তাঁর সমস্ত কাজ গুটিয়ে নিতে চলেছেন এবং এরপর স্ত্রী রিচা এবং সন্𝐆তানের দিকে মনোযোগ দেওয়ার জন্য চার থেকে পাঁচ সপ্তাহের জন্য ছুটিতে যাব🎀েন।’
সূত্র যা বলছে
তাঁর সমস্ত চলচ্চিত্রের অবস্থা সম্পর্কে কথা বলতে গিয়ে, সূত্রটি শেয়ার করে, ‘আলির ‘মেট্রো...ইন দিনো’-তে চার থেকে পাঁচ দিনের শ্যুটিং বাকি আছে...এবং লাহোর ১৯৪৭ এর শ্যুটিং প𝕴্রায় শেষ হওয়ারღ পথে। ‘ঠাগ লাইফ’-এর বেশির ভাগ অংশ তিনি শ্যুট করে তবেই কাজে বিরতি নিতে চলেছেন তিনি। এরপরে ছবির একটি মাত্র শিডিউল বাকি থাকবে, যেটির কাজ আলি অগস্টে পুনরায় শুরু করবেন। বাবা হওয়ার পর এটাই হবে তাঁর প্রথম ছবিতে কাজ করা। পাইপলাইনে আরও একটি চলচ্চিত্র রয়েছে, যার শ্যুটিং তিনি একই সময়ে শুরু করবেন, তবে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।’
আরও পড়ুন: (জিতুর সঙ্গে বিচ্ছেদের বছর কাটতে না কাটতেই ফের বিয়ে করলেন নবনীতা? ꧒🌳ব্যাপারটা কী?)
রিচা চাড্ডা এবং আলি ফজল এই বছরের ফেব্রুয়ারিতে তাঁদের সন্তান আসার সুখবর ঘোষণা করেন। উভয় অভিনেতা এই পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন। সম্প্রতি একটি সাক্ষাতকারে হবু মা তাঁর স্বামী সম্পর্কে বলেন, ‘তিনি খুব🎉 হ্যান্ডস-অন, এবং তাই তাঁর সময় অনুযায়ী নিজের কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন।’ রিচা আরও বলেন, ‘আমি মনে করি বাবাদের সবসময় পাশে থাকা উচিত। এটা শুধু একজন মাকে সাহায্য করার 🍒জন্য নয়, সন্তানের সঙ্গে সময় কাটানোর বিষয়ও।’