রিচা চাড্ডা এবং আলি ফজলের সংসারে নতুন সদস্য আসছে। তাঁদের প্রমোশন হয়েছে 𝓡যে! হ্যাঁ, তাঁরা মা, বাবা হতে চলেছেন। আর সেই খবর তাঁরা🐷 নিজেরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন। তাও একেবারে ক্রিয়েটিভ ভাবে।
আরও পড়ুন: নে✤পোটিজম বিতর্কে দর্শকদের ঘাড়েই দায় চাপালেন সইফ! বললেন, 'আমরা নই, জনগণই তো স্টার ক🍰িড...'
বাবা মা হচ্ছেন আলি ফজল এবং রিচা চাড্ডা
শুক্রবার, ৯ ফেব্রুয়ারি রিচা এবং আলি দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় এই সুখবর পোস্ট করেছেন। তাঁরা এদিন যুগ্ম ভাবে ইনস্টাগ্রামের একটি পোস্ট করেন। সেখানে তাঁদের🦩 প্রথম পোস্টে একটি অদ্ভুত অঙ্কের সমীকরণ দেখা যাচ্ছে, সেখানে লেখা ১+১ = ৩। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে তাঁরা এꦰকে অন্যের চোখে ডুবে রয়েছেন। আলি ফজলের পরনে একটি রংবেরঙের শার্ট এবং সাদা ওভার কোট। রিচার পরনে কালো জামা। সেই ছবির নিচে একটি গর্ভবতী হওয়ার ইমোজিও দেওয়া আছে।
এই পোস্টটির ক্যাপশনে তাঁরা লেখেন, 'একটা ক্ষুদ্রতম হার্টবিট এখন আমাদের দুনিয়ার সবꦍ থেকে প্রবল শব্দ।' তাঁরা এই পোস্টটি করার পর অনেকেই তাতে মন্তব্য করেছেন। শ্বেতা বসু প্রসাদ, সাইয়মি খের, প্রমুখ তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। আয়ুষ্মান খুরানা শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের, লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন এই পোস্টে। তিলোত্তমা 🔯সোম, ম্রুণাল ঠাকুর, কৃতি খরবন্দাও হবু মা বাবার জন্য বিশেষ বার্তা পাঠিয়েছেন এই পোস্টে।
রিচা চাড্ডা এবং আলি ফজলের সম্পর্কের বিষয়ে
ফুকরে ছবির সেটে তাঁদের প্রথম আলাপ হয়। সেখান থেকে প্রেমের সূত্রপাত। এরপর ২০২২ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ♛ হন। তাঁদের প্রযোজিত ছবি গার্লস উইল বি গার্লস দুটো পুরস্কার পেয়েছে সামডেন্স চলচ্চিত্র উৎসবে।