দরজায় কড়া নাড়ছে লোসভা নির্বাচন। তার আগেই জোর জল্পনা দেব নাকি রাজনীতি ছেড়ে দিচ্ছেন। তিনি নাকি আর এবার ভোটে লড়ছেন না। কিন্তু সত্🦩যিটা আসলে কী সেটা সময় এলেই জানা যাবে। তবে সম্প্রতি তাঁর বিষয়ে এই জল্পনা মাথাচাড়া দেওয়ার পরই তাঁর একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে তিনি রাজনীতি থেকে শুরু করে দল বদল করেন যাঁরা তাঁদের নিয়ে কথা বলেছেন।
রাজনীতি নিয়ে কী বলেছেন দেব?
এদিন দেবের যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে তাঁকে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকার♚ে রাজনীতি নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, 'আমি আমার দলের থেকে কখনই কিছু চাই না। আমি কখনই কিছু দাবি করিনি যে🧔 আমার এটা চাই, ওটা চাই। ফলে আমি যেহেতু কখনই দলের থেকে কিছু চাইনি তাই দল আমায় দেয়নি বা না করেছে এমন কিছু নেই। ফলে দল বদলানোর কথাও ওঠেনি।'
আরও পড়ুন: ভ্যালেন্টাইন𒁏্স ডে'র প্ল্যান জানাতেই চরম🐓 ট্রোল্ড সায়ন্তিকা, নীল-সাদা হাওয়াই হাতে কী করতে চাইলেন?
তিনি এরপর একই সঙ্গে জানান, 'মাঝে রটে যায় দেব নাকি বিজেপি জয়েন করছে, শুভেন্দুর সঙ্গে মিটিং সেরেছে। কিন্তু না, আমি আমার দলের কাছে এমন কিছু দাবি করিনি যে দল আমায় না করেছে আর আমি অন্য দলের কাছে যাব। আসলে আমি যতটা যা রাজনীতি বুঝেছি এখানে সবটাই ক্ষমতা। পুরোটাই ক্ষমতার নেশা, রাজনীত🅰ি মানেই নেশা, ক্ষমতার নেশা।' তিনি তারপর যাঁরা দলবদল করেন তাঁদের বিষয়ে বলেন, 'আমি মাঝে মাঝে ভাবি এরা যাচ্ছে আসছে কেন? নিশ্চয় কিছু চেয়েছে যা পায়নি, তাই যাচ্ছে।'
আরও পড়ুন: নেপোটিজম বিতর্কে দর্শকদের ঘা💝ড়েই দায় চাপালেন সইফ! বললেন, 'আমরা নই, জনগণই তো স🅷্টার কিড...'
দেবের আগামী প্রজেক্ট
দেবকে শেষবার প্রধান ছবিতে দেখা গিয়েছিল। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল এই ছবি। আগামীতে তাঁকে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবিতে দেখা যাবে। সদ্যই শেষ হয়েছে সেই ছবির প্রথম শিডিউলের শুট🐼। এটা এবছরের পুজোয় মুক্তি পাবে। অন্যদিকে তাঁকে খাদান ছবিটি🍷তেও দেখা যাবে, সেটার শুট শুরু হবে শীঘ্রই। এছাড়া অভিজিৎ সেনের ছবি তো আছেই।