🀅 গত দু'বছর ধরে অভিষেক-ঐশ্বর্য নামের সঙ্গে জুড়েছিল ডিভোর্সের গুঞ্জন। তবে এবিষয়ে নিন্দুকেদের মুখে 'ছাই' দিয়ে ফের এক হয়েছেন ‘অ্যাশ-অভি’, সঙ্গী মেয়ে আরাধ্যা। সম্প্রতি পুণেতে ঐশ্বর্যর তুতো ভাই-এর বিয়েতে বউ-মেয়ের সঙ্গে হাজির হলেন অভিষেক বচ্চন। অর্থাৎ এট ছিল অভিষেকের শ্যালকের বিয়ের অনুষ্ঠানন। সেখানেই দেশি লুকে মন কাড়লেন এই ত্রয়ী। আর সোশ্যাল মিডিয়ায় উঠে আসা তাঁদের এই ছবি তারকা দম্পতির ডিভোর্সের গুঞ্জন এক্কেবারেই উড়িয়ে দেয়।
ঐশ্বর্য-অভিষেক-আরাধ্যা
💙সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ছবিতে রাই সুন্দরীতে নিয়ন সবুজ রঙের আনারকলি স্যুটে দেখা যায়, অন্যদিকে আরাধ্যাকে মায়ের মতো একই ডিজাইনের সাদা রঙের আনারকলি স্যুটে দেখা যায়। আর অভিষেরক পরেছিলেন ডিজাইনার গোলাপি রঙের পাঞ্জাবি। বিয়ের অনুষ্ঠানে তাঁদের একসঙ্গেই দেখা যায়। আবার ঐশ্বর্য-অভিষেক-আরাধ্যাকে শ্লোকা শেট্টি সহ তুতো বোনেদের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতেও দেখা যায়। অন্য একটি ছবিতে তুতো বোনের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়। সেখানে অবশ্য রাই সুন্দরীকে লাল গর্জাস ট্রাডিশনাল ড্রেসে দেখা যায়।
ღআরও পড়ুন-‘সতীনে সতীনে ভাব’! রীনার সঙ্গে সেলফি কিরণের, আমিরের বাড়িতে দেখা মিলল না তাঁর গৌরীর