মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ এক অটোচালকের বিরুদ্ধে। মহারাষ্ট্রের জুহু এলা🍌কার ঘটনা। মুম্বইয়ে জুহুতে অমিতাভ বচ্চনের বিলাসবহুল বাড়ি ‘প্রতীক্ষা’-র সামনে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনার ২৪ ঘণ্টা পর গ্রেফতার করা হয় ওই অভিযুক্ত অটোচালককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত দশটা নাগাদ জুহু এলাকার ঘটনা। এলাকার ১০ নম্বর রোডের কাছে এক মহিলা দাঁড়িয়ে ছিলেন। সেই সময় ওꦡই অটোচালক তাঁর সামনে দাঁড়ান। অভিযুক্ত অটোচালক মহিলার সঙ্গে অভব্য আচরণ করেন। ঘটনায় মহিলা চিৎকার করে উঠলে, অটোচালক অজয় ওয়াঘেলা সেখান থেকে চম্পট দেন। এই ঘটনার পর জুহু থানায় অটোচালকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
আরও পড়ুন: প্রথম পূর্ণদৈর্ঘ্যের ফিচার ছবি পরিচালনায় কায়োজ, ছেলের জন্য আবেগঘন পোস্ট বোমানের
অভিযুক্ত অটোচালক অজয় ওয়াঘেলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নম্বর ধারায় এফআইআর নথিভুক্ত হয়েছে। পুলিশ তদন্তে নেমে ঘটনার ২৪ ঘণ্টা পর অভিযুক্তকে গ্রেফতার করে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর শনিবার অটোচালক অজয় ওয়াঘেলাকে গ্রেফত🍷ার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জুহুতে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের ‘প্রতীক্ষা’ বাংলোর কাছে। অভিযুক্ত ইতিমধ্যে পুলিশের জালে। বিষয়টি নিয়ে কꩵড়া তদন্ত চলছে।