গত ২২ নভেম্বর অভিষেক বচ্চন অভিনীত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমাটি মুক্তি পেয়েছে সিনেমা হলে। সিনেমা মুক্তির প্রথম দিনেই ছেলের সিনেমা দেখেননি অমিতাভ, দেখেছেন বেশ কিছুদিন পর। সুজিত সরকার পরি❀চালিত এই সিনেমায় ছেলের অভি♋নয় দেখে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন অমিতাভ। ছেলেকে নিয়ে ঠিক কী বললেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ নোট লিখে অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অমিতাভ বচ্চন। বিগ বি লিখেছেন, ‘কিছু সিনেমা আপনি বিনোদনের জন্য দেখেন আর কিছু সিনেমা আপনা🐷কে ভাবতে সাহায্য করে। ’আই ওয়ান্ট টু টক' সিনেমাটি তেমনি একটি সিনেমা🍎। থিয়েটারে বসে, স্ক্রিনের দিকে তাকালে মনে হবে আপনি কোথাও নিজেকেই যেন দেখতে পাচ্ছেন।'
(আরও পড়ুন: লেডি লাক অনুষ্কার প্রশংসায় পঞ্চমুখ বিরাট! 🐟নেটপাড়া বলছে, 'কোথไায় মেলে এমন পুরুষ? গ্রিন ফ্ল্যাগ নয়, পুরোই...')
(আরও পড়ুন: লেনিনের ভাঙা মূর্তি, রয়ে🐟ছে কাস্তে হাতুড়ি তারা! ব্🍸রাত্যর ‘উইঙ্কল টুইঙ্কল’কে বড়পর্দায় আনছেন সৃজিত)
পিকু অভিনেতা আরও বলেন, ‘অভিষেকের অভিনয় সত্যি প্রশংসার যোগ্য। তুমি সত্যিই ছবির অর্জুন সেন। নিজেকে প✅্রমাণ করেছ তুমি। মানুষ তোমার নামে যেমন ভাল কথা বলবে, তেমন খারাপ কথাও বলবে। জেনে রেখো যার যতটা তোমাকে দরকার ঠিক ততটাই কথা তোমার নামে বলবে🧸। তোমাকে নিয়ে খারাপ বা ভালো ভাবা মানুষের কাছে শুধুই প্রয়োজনীয়তা।’
বাবার কথা স্মরণ করে অমিতাভ বলেন, ‘সিনেমাটি দেখে আমার বাবার কথꦛা মনে 🉐পড়ে যাচ্ছে। বাবার বলা অনেক কথাই আজ মনে হচ্ছে আমার। তুমি খারাপ বা ভালো কোনওটাই মানুষের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে না। তুমি তোমাকে কতটা চিনলে সেটাই সব থেকে বেশি প্রয়োজন।’
(আরও পড়ুন: 'অ্যানিম্যাল'-'সঞ্জু'🌌র মাধ্যমে সমাজকে ভুল বার্তা রণবীরের? কটাক্ষের সপাটে জবাব দিলেন)
(আরও পড়ুন: মাঝের ঝুঁটি বাঁধা মেয়েটাকে চিনতে পারছেন? দিদির দেখানো পথেই এসেছেন🧸 বি-টাউনে, কে বলুন তো?)
প্রসঙ্গত, ‘আই ওয়ান্ট টু🧜 টক’ সিনেমায় অর্জুন সেনের চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। অর্জুন সেন এমন একজন মানুষ, যিনি তাঁর জীবনে অনেক কথাই বলতে চান কিন্তু বলতে পারেন না। হয়তো অনেক পুরুষের জীবনেই এমন ঘটনা ঘটে থাকে। অভিষেকের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন জনি লিভার, অহিলিয়া বামরু। সিনেমাটি প্রযোজনা করেছেন রাইজিং সান ফিল্মস এবং কিনো ওয়ার্কাস।