মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ১২ জুলাই শিল্পপতি বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টর মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন। মুম্বইয়ের বান্দ্রাতে তাঁদের বিবাহ-পূর্বের নানা আচার অনুষ্ঠান বেশ কিছুদিন ধরেই চলছিল। বর্তমানে লাইমলাইটে অনন্ত-রাধিকার বিয়ে। শুক্রবার সন্ধ্যা থেকেই তাঁদের বিয়ের রেড ﷽কার্পেটে বসেছে চাঁদের হাট।
তবে 🌠বিয়ে উপলক্ষে সমস্ত অনুষ্ঠানে তাঁদের পোশাক গয়না সকলের নজর কেড়েছে। পান্না, রুবি, হীরে সব মিলিয়ে ইতিমধ্যেই যথেষ্ট তাক লাগিয়েছে আম্বানি পরিবার।🔜 কিন্তু এর মধ্যে এখনও যেটি সকলের চোখে লেগে রয়েছে সেটি হল জামনগরে প্রাক-বিবাহের উৎসব চলাকালীন অনন্ত আম্বানি একটি সিংহ আকৃতির ব্রোচ, যাতে একটি বিশাল ৫০ ক্যারেটের হীরা ছিল।
আরও পড়ুন: ভাইপোর বিয়েতে যাননি, সৌজন্য দেখিয়ে আম্বা🐓নি পরিবারের নিমন্ত্রণে বিয়েবাড়ি গেলে🔯ন মমতা
লায়ন ব্রোচ সম্পর্কে
ব্রোচটির নকশা যেমন অনবদ্য ছিল, সেটি দামিও ছিল ততটাই। আর এতে থাকা বড় হীরꦬেটি সবচেয়ে বেশি নজর কেড়েছিল। ডিজাইনার লরেন শোয়ার্টজ এটি তৈরি করেছিলেন। ব্রোচে সিংহের শরীরের জন্য ব্যবহার করা হয়েছিল হলুদ হীরে। সিংহের চোখ ছিল পান্নার। সঙ্গে সিংহের মুখ থেকে ঝোলানো হয়েছিল ৫০ ক্যারেটের হীরে। তাঁদের প্রথম প্রাক-বিবাহ অনুষ্ঠানের বনতারার একটা বড় ভূমিকা ছিল। সেই থিমকে মাথায় রেখেই এই হীরে বানানো হয়। ব্রোচটি ছিল প্রাণীদের প্রতি অনন্তের ভালোবাসার প্রতীক যা তাঁকে বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প চালু করতে প্ররোচিত করেছিল। পাশাপাশি এটি ছ🦹িল অনন্ত-রাধিকার ভালবাসারও প্রতীক। ডিজাইনারের মতে, এটি প্রেমময় হৃদয় এবং দৃঢ় সংকল্প-সহ স্বতন্ত্রতার প্রতীক।
আরও পড়ুন: ঐশ্বর্যকে ছাড়াই সপরিবারের আম্বানি𒈔দের বিয়েতে বচ্চনরা! মেয়েকে নিয়ে একা এল꧑েন 'বউমা'
অনন্ত রাধিকার বিয়ে প্রসঙ্গে
অনন্ত আম্বানি রাধিক🔥া মার্চেন্ট ১২ জুলাই বিয💎়ে করলেন। শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছে তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলবে বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর ১৩ জুলাই হবে শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।
প্রসঙ্গত🧔, হবু এই দম্পতি ২০২২ সালে রোকা করেন, তারপর ২০২৩ সালে অনুষ্ঠানিক ভাবে বাগদান করেন। তারপর তাঁদের দুটি প্রাক-বিবাহের অনুষ্ঠান হয়। প্রথমটি হয় গুজরাটের জামনগরে, সেই অনুষ্ঠানে বিল গেটস, মার্ক জুকারবার্গ-সহ সারা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রিহানা গান গেয়েছিলেন।