মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ১২ জুলাই শিল্পপতি বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টর মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন। মুম্বইয়ের বান্দ্রাতে তাঁদের বিবাহ-পূর্বের নানা আচার অনুষ্ঠান বেশ কিছুদিন ধরে চলছে। মামেরু থেকে মেহেন্দি, সঙ্গীত সব কিছু নিয়ে বর্তমানে লাইমলাইটে অনন্ত-রাধিকার বিয়ে। শুক্রবার সন্ধ্যা থেকেই তাঁদের বিয়ের রেড কার্পেটে নজর কেড়েছেন হলিউড থেকে বলিউডের তারকারা। এর মাঝেই এসে হাজির হয় বচ্চন পরিবার, তবে তাঁদের সঙ্গে না এসে আলাদা আসেন বৌমা ঐশ্বর্য রাই বচ্চন।
ছেলে অভিষেক বচ্চন, মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, নাতনি নব্য নভেলি নন্দা-সহ পুরো পরিবার নিয়ে জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন হ✤াজির হন রাধিকা-অনন্তর বিয়ের রেড কার্পেটে। ছেলে অভিষেক আর নাতনি নব্য নভেলি নন্দার সঙ্গে রঙ মিলিয়ে পোশাক পরেছিলেন বাবা অমিতাভ। তাঁরা সকলেই সেজে ছিলেন সোনালি রঙের পোশাকে। মেয়ে শ্বেতাও গোলাপি ও পান্না রঙের পাড় দেওয়া সোনালি লহেঙ্গায় সেজে উঠেছিলেন। অন্যদিকে, জয়ার পরনে ছিল শাড়ি। সোনালি 𓆉জরির কাজ করা লাল পাড় কালো শাড়িতে ধরা দিয়ে ছিলেন অভিনেত্রী। তবে তাঁদের সঙ্গে ছিলেন না বৌমা ঐশ্বর্য ও নাতনি আরাধ্যা।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়🌜েতে একেবারে দেশি স্টাইলে মাথায় পাগড়ি বাঁধলেন জনꦦ সিনা! রইল ভিডিয়ো
আলাদা করে মেয়ের হাত ধরেই আম্বানিদের অনুষ্ঠানে এসে হাজির হন ঐশ্বর্য। সোনালি জরির কাজ করা ꦓলাল শালোয়ার স্যুট ছিল তাঁর পরনে। চুল খোলা রেখে মাথায় পরেছিলেন টিকলি, সঙ্গে বেছে নিয়েছিলেন মানানসই গয়না ও লাল ভেলভেটের হ্যান্ডব্যাগ। বেশ জমকালো সাজে ধরা দিয়েছিলেন নায়িকা। অ🦹ন্যদিকে, মেয়ে আরাধ্যা পরেছিল আকাশি রঙের শালোয়ার স্যুট। বেশ মিষ্টি দেখাচ্ছিল তাকে। তাঁদের আলাদা করে আসা বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জনকে আরও একটু উস্কে দিল।
আরও পড়ুন: লাল পোশাকে ঝরে🦂 পড়ছে মাতৃত্বকালীনꦑ লাবণ্য! অনন্ত-রাধিকার বিয়েতে হবু মা দীপিকা
অনন্ত রাধিকার বিয়ে প্রসঙ্গে
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট ১২ জুলাই বিয়ে করলেꦑন। শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছে তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলবে বিয়ে। শুভ বিবাহ 💖দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর ১৩ জুলাই হবে শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।
প্রসঙ্গত, হবু এই দম্পতি ২০২২ সালে রোকা করেন, তারপর ২০২৩ সালে অনুষ্ঠানিক ভাবে বাগদান করেন। তারপর তাঁদের দুটি প্রাক-বিবꦅাহের অনুষ্ঠান হয়। প্রথমটি হয় গুজরাটের জামনগরে, সেই অনুষ্ঠানে বিল গেটস, মার্ক জুকারবার্গ-সহ সারা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রিহানা গান গেয়েছিলেন।
তারপর আম্বানিরা দ্বিতীয় প্রাক-বিবাহের অনুষ্ঠানের উদযাপন করেন ইউরোপে, সেখানে একটি ক্রুজ করে চারদিন ধরে ভূমধ্যসাগরে ঘোরেন তাঁরা, টোগা পার্টি এবং মাস্করেড বল🌊ের মতো ইভেন্টের আয়োজন করা হয়। ক্যাটি পেরি, ব্যাকস্ট্রিট বয়েজ এবং পিটবুলের পারফরম্যান্সও ছিল সেখানে। তারপর মুম্বইতে তাঁদের প্রাক-বিবাহের আচার-অনুষ্ঠানের সঙ্গীতে হ𒀰াজির হয়েছিলেন জাস্টিন বিবার। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ে করতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।