প্রয়াত জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপꦇ সাহা। নেটদুনিয়ায় 'অ্যাংরি ব়্যান্টম্যান' নামে পরিচিত ছিলেন তিনি। ১৭ এপ্রিল মারা গিয়েছেন অভ্রদীপ সাহা। বয়স ২৭ বছর। তাঁর মৃত্যুতে🥃 শোকপ্রকাশ করেছেন অনেকে।
প্রয়াত জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ সাহা
জনপ্রিয় ইউটিউবারের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। অভ্রদী🔥প সাহার একট꧙ি সাদাকালো ছবি পোস্ট করে জানানো হয়েছে, ‘গভীর শোক এবং দুঃখের সঙ্গে আজকে সকাল ১০টা ১৮ মিনিটে অভ্রদীপ সাহা ওরফে Angry Rantman-এর দুঃখজনক এবং অকাল মৃত্যু ঘোষণা করা হয়েছে। সততা, হাস্যরস এবং অটুট চেতনা দিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন স্পর্শ করেছেন তিনি। যারা তাঁকে চিনতেন তাঁরা সকলেই তাঁকে মিস করবেন’।
আরও পড়ুন: বৈশাখী পান্তার 🐬আয়োজন, শাড়ি কোমরে গুঁজে ভাত মাখলেন জয়া আহসান, আর কী কী ছিল মেনুতে
আরও লেখা, ‘ক্ষতির জন্য আমরা শোকস্তব্ধ, তখন আসুন আমরা মনে করি য𒊎ে তিনি আমাদের জীবনে এনেছেন আনন্দ এবং একসঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিগুলি ধরে রাখি। পরিবর্তন অনুপ্রেরণা যুগিয়েছে, একবার একটি বিদ্রুপ’। ‘১৭.০৪.২৪। সাহা পরিবার’। অভ্রদীপের পোস্টে শোকপ্রকাশ করেছেন নেটিজেনরা। লিখেছেন, ‘সমস্ত কন্টেন্টের জন্য ধন্যবাদ। দুঃখিত, তোমার কাছ থেকে আর কোনও কন্টেন্ট পাব না’।
BFC-র শোকবার্তা
ইউটিউবার অভ্রদীপ সাহার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব। অফি🎐সিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ক্লাবের তরফ থেকে সাদা-কালো ছবি পোস্ট লেখা হয়েছে, ‘BFC পরিবার ভারতীয় ফুটবলের বিশ্বস্ত অভ্রদীপ সাহার মৃত্যু খবরে দুঃখিত। একটি ওয়েস্ট ব্লক ব্লু এবং এর মাধ্যমে, গেমের প্রতি অভ্রদীপের ভালবাসার কোন সীমা ছিল না এবং তাঁর গাল ভরা বক্তৃতাকে মিস করব। শান্তিতে ঘুমিও’। পোস্টে শোকপ্রকাশ করেছে𒆙ন নেটিজেনরাও।
উন্মেষ গঙ্গোপাধ্যায়ের শোকবার্তা
প্রখ্যাত ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায়। ‘বাঁকুড়া মিমস’-এর ‘যদু বাবুর টিউশন’ সিরিজ অচিরেই জনপ্রিয় হয়ে ওঠে। ফেসবুক পোস্টে অভ্রদীপ সাহার মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেছেন তিনি। লিখেছেন, ‘অ্যাংরি রান্টম্যান, সমস্ত বিনোদনের জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ তোমার মুভ✅ি রিভিউ মিস করব। ভাই শান্তিতে থাকুন’।
জানা গিয়েছে, গত মাসে একটি বড় অস্ত্রোপচারের পর থেকে তিনি হা♏সপাতালে ছিলেন। এবং তাঁকে সুস্থ করে তোল🏅ার প্রচেষ্টা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত এপ্রিল মাসে তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে। তাঁর মৃত্যুর সঠিক কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।