সন্দীপ রেড্ডি ভাঙ্গা🤡র অ্যানিম্যাল গত বছরের অন্যতম বড় ব্লকবাস্টার হয়ে উঠেছিল। তবুও, রণবীর কাপুর অভিনীত ছবিটি মুক্তির পরে অনুকূল পর্যালোচনার সাথে মিলিত হয়নি, যেখানে অনেকে এটিকে নারীবিদ্বেষী এবং বিষাক্ত পুরুষত্বকে গৌরবান্বিত করার জন্য নিন্দা করেছিলেন। এবার আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সমালোচনার মুখে এবার দৈনিক ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সন্দীপ বলেছিলেন যে তার পরিবর্তে আমিরের চলচ্চিত্রটি নোট করা উচিত এবং কীভাবে দিল-এ তার চরিত্রটি এমনকি একটি মহিলা চরিত্রকে ধর্ষণের হুমকি দেয় তবে শেষ পর্যন্ত প্রেমে পড়ে যায়।
মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুরের অ্যানিম্যাল। ৯০০ কোটি টাকার বেশি ব্যবসা হাঁকানো এই ছবি ঘিরে সমালোচনা൩ও কম হয়নি। এই ছবি একদিকে যেমন নারী-বিদ্বেষী তকমা পেয়েছে, তেমনই লাগামছাড়া হিংসা, বিষাক্ত পৌরুষকে গৌরবান্বিত তুলে ধরার জন্যও কটাক্ষের মুখোমুখি হয়েছে। ছবির একটি দৃশ্যে তৃপ্তিকে পা চেটে ভালোবাসার প্রমাণ দিতে♉ বলেন রণবীর, যা নিয়ে কম কটাক্ষের মুখে পড়েননি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
ভাঙ্গার ছবির হিরোরা সবসময়ই পড়েন প্রশ্নের মুখে। উগ্র পৌরুষের আস্ফালনে কবীর সিং-এও ছিল। প্রেমিকের হাতে চড় খাওয়া যেন আম ব্যাপার। ♏দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে কিরণ রাও কবীর𒁏 সিং কিংবা বাহুবলীর মতো ছবিতে টক্সিক ম্যাসকুলিনিটিতে উদযাপন করা হয়েছে, যা বিপজ্জনক। এর পালটা জবাব দিলেন পরিচালক।
ভাস্করের সঙ্গে কথা বলতে গিয়ে আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সমালোচনার জবাব দেন ভাঙ্গ✤া, তবে সরাসরি কিরণের নাম নেননি। তিনি বলেন, ‘আজ সকালে আমাকে সহকারী একটা প্রতিবেদন দেখালো। এক সুপারস্টারের প্রাক্তন স্ত্রীর। তিনি বলছেন যে বাহুবলী ২ এবং কবীর সিংয়ের মতো চলচ্চিত্রগুলিতে নারী-বিদ্বেষ এবং স্টকিং-এর প্রচার করা হয়েছে। আমি মনে করি তিনি পিছু নেওয়া এবং ভালোবাার বহিঃপ্রকাশের ফারাক বোঝেন না।’
এরপর আমির খানের প্রসঙ্গ টেনে কিরণকে বেঁধেন ভাঙ্গা। তিনি বলেন,'আমি সেই মহিলাকে বলতে চাই দয়া করে আমির খানকে গিয়ে প্রশ্ন করতে, 'খাম্বে জায়সি খাদি হ্যায়, লড়ক𝓰ি হ্যায় ইয়া ফুলজারি হ্যায়' এই লাইনের অর্থ কী? তারপর আমার কাছে ফিরে আসুন'। অর্থাৎ আমিরের ছবির গানে মেয়েদের যেভাবে অবজেক্টিফাই করা হয়েছে, সেই নিয়েই বিঁধলেন পরিচালক। এরপর দিল ছবির কথা মনে করান সন্দীপ, বলেন- আমির ওই ছবিতে প্রায় ধর্ষণের চেষ্টা করেন, এরপর নিজের বুঝতে পারেন। শেষ পর্যন্ত ওই মেয়েরই প্রেম🔥ে পড়ে যাযন। এ সব কী? আমি বুঝতে পারছি না, চারপাশ যাচাই করার আগে তারা কেন এভাবে হামলা চালায়।'
বাবা-ছেলের জটিল সম্পর্কের আবর্তে তৈরি ‘অ্যানিম্যাল’-এ রণবীরের বাবার চরিত্রে অভিনয় করেছেন অনিলꦬ কাপুর। এই ছবির হাত ধরেই ‘জাতীয় ক্রাশ’ রশ্মিকা মন্দানা বলিউড সফর শুরু করলেন। তবে রশ্মিকাকে ছাপিয়ে ১০ মিনিটের উপস্থিতিতেই সাড়া ফেলেছেন তৃপ্তি দিমরি। তৃপ্তি দিমরি এবং রণবীরের বেডসিন বিতর্ক ঘিরে কম হইচই হচ্ছে না সোশ্যাল মিডিয়ায়।