অনির্বাণ চক্💦রবর্তী, নিঃসꦐন্দেহে একজন দুর্দান্ত অভিনেতা। একেন বাবুর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি ঠিকই কিন্তু পরবর্তী সময়ে নায়ক বা খলনায়ক অনেক চরিত্রেই অভিনয় করতে দেখা গেছে অনির্বাণকে। তবে এবার আর ক্যামেরার সামনে নয় বরং মাইকের পেছনে কাজ করতে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: দিব্যি পড়তে-লিখতে পারেন ব🍒াংলা, মজুমদার থেকে গুলজার হয়েও মাতৃভাষাকে ভোল♒েননি রাখি
টিভি, বড় পর্দা এবং ডিজিটাল প্লাটফর্মের পর এবার মিরচির সঙ্গে কাজ করবেন অনির্বাণ। মিরচি সানডে সাসপেন্সে প্রথম ক🐼াজ করলেন তিনি, তাও আবার শার্লক হোমসের চরিত্রে। আগাথা ক্রিস্টির The ABC Murders গল্পটির নাম ভূমিকায় ভয়েস দি𒆙তে শোনা গেল তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় নিজস্ব অ্যাকাউন্টে এই খবরটি পোস্ট করে সবাইকে জানান। কমেন্ট বক্সে ইউটিউবের লিংক দিয়ে দেন তিনি, যাতে সকলের খুঁজে নিতে সুবিধা হয় সানডে সাসপেন্স - এর সেই স্পেশাল এপিসোড🍌টিকে।
অনির্বাণের পোস্ট করার সাথে সাথেই নেটিজেনরা তাঁর নতুন কাজের প্রশংসায় পঞ্চমুখ 𝓡হয়েছেন। অনেকে কমেন্ট করে জানিয়েছেন, ইতিমধ্যেই তারা শুনে ফেলেছেন এপিসোডটি। অনির্বাণের꧒ কাজ যে ভীষণ ভালো লেগেছে সকলের সেটাও জানাতে ভোলেননি তাঁরা।
আরও পড়ুন: চুপিসাড়ে টনি বেগ🎉কে বিয়ে করলেন নার্গিস ফাকরি! ‘হাউজফুল’ নায়🐻িকার পাত্র কে?
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি ‘রান্না বাটি’ সিনেমার শ্যুটিং শুরু করে দিয়েছেন অনির্বাণ। এই সিনেমায় তিনি যে একেবারে অন🥀্যরকম এটি চরিত্রে সকলের সামনে ধরা দেবেন, তা আগে থেকেই আভাস দিয়েছেন তিনি। এছাড়া কিছুদিন আগে হইচইতে রিলিজ হওয়া একেন বাবুর পুরীর অভিযান দেখে মুগ্ধ ভক্তরা।