অঙ্কুশ হাজরা বিগত কয়েকদিন ধরেই নানা বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। নি𒀰জের মনের ভাব, মতামত স্পষ্ট ভাবে দর্শকদের সা🥃মনে তুলে ধরছেন। তার জন্য কখনও ট্রোল্ড হচ্ছেন কখনও আবার বাহবা কুড়াচ্ছেন। এবার তিনি কথা বললেন দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির ফারাক নিয়ে।
কিছুদিন আগে বাংলার দুটো ছবি প্রধান এবং কাবুলিওয়ালার সঙ্গে প্রায় একই দিনে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ডাঙ্কি এবং প্রভাসের সালার। ডাঙ্কির দাপটে বাংলায় বেশ অনেকটাই কম শো পেয়েছে দুই বাংলা ছবি। অন্যদিকে কিছুদিন আগে মুক্তি পাওয়া অঙ্কুশের কুরবান 🐻একেবারেই চলেনি এখানে। তবে একাধিক হিন্দি বা দক্ষিণের ছবি কিন্তু বাংলায় রমরমিয়ে ব্যবসা করে। এবার সেই প্রসঙ্গ টেনে অভিনেতা জানালেন বাংলা এবং দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে বিস্তর ফারাক।
আরও পড়ুন: অজয় চোখে চোট পেতেই বাতিল সিংঘম ৩ এর মুম্বই শুট, কবে থেকে ফ🉐ের কাজ শুরু হবে?
অঙ্কুশ তাঁর পোস্টে এদিন জানান এখানকার তারকাদের লড়াই করতে হয় অন্যান্য ভাষার ছবির সঙ্গে, নিজেদের জায়গা গড়ে তোলার জন্য। অন্যদিকে দক্ষিণে এটা দর্শকরা, ভক্তরা করে থাকে। তিনি এদিন লেখেন, 'বাংলা এবং দক্ষিণের ইন্ডাস্ট্রির মধ্যে ফারাক হল বাংলা ইন্ডাস্ট্রিতে তারকারা এবং চলচ্চিত্র নির্মাতারা অন্য ভাষার ছবির সঙ্গে লড়াই করে নিজেদের জায়গা এব😼ং সম্মান অর্জন করেন। অন্যদিকে দক্ষিণের ইন্ডাস্ট্রিতে এই একই কাজ ভালোবেসে ভক্তরা করে দেন।'
কে কী বলছেন?
লাভ ম্যারেজ খ্যাত অভিনেতা এটা পোস্ট করতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে তাঁর পোস্টে। কেউ লেখেন, 'একেবারেই সত্যি কথা। দর্শকদের আগে ভালোবাসতে হবে ছবিকে, ইন্ডাস্ট্রিকে।' আরেকজন লেখেন, 'এখানকার অভিনেতারা তো সারাক্ষন রাজ্য রাজনীতি ব্যস্ত তো কাজ করবেন কখন? আগে নিজেরা বাহুবলি, কেজিএফ ২ এর মতো ছবি উপহার দিন, দারুণ ভিএফএক্স ব্যবহার করুন তারপর এসব বলবেন।' কেউ আবার লেখেন, 'এখানে কেবল সিরিয়াল হয়। আর সিনেম🅰া বানালে সব টুকেই বানান। সেখানটা আগে ঠিক করুন।'
অঙ্কুশের নতুন প্রজেক্ট
অঙ্কুশ হাজরাকে 📖আগামীতে মির্জা ছবিতে দেখা যাবে। বর্তꦯমানে তিনি সেই ছবি নিয়েই ব্যস্ত। এখানে গুরত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঐন্দ্রিলা সেন, কৌশল গঙ্গোপাধ্যায়, প্রমুখ।