🅺‘রক্তবীজ’-এর ‘গোবিন্দ’ হয়ে অঙ্কুশ সবাইকে হাসিয়ে ছিলেন। আর শেষ দিয়েছিলেন বড় চমক। আভাস দিয়েছিলেন সামনের সিজনে তিনি থাকছেন। আর পরের পর্বের ঘোষণা হতেই শোনা যায় অঙ্কুশ হাজরা ‘রক্তবীজ ২’-এর ‘গোবিন্দ’ হয়ে ফিরছেন, এবার তিনি খলনায়ক! তবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুটিং, চার দিনের কাজ হয়েও গিয়েছে। অভিনেতা তাঁর ইনস্টাগ্রামে তাঁর স্ক্রিপ্টের ছবিও ভাগ করে নিয়েছেন বুধবার।
🐓স্ক্রিপ্টের ছবি ভাগ করে নায়ক লেখেন, 'দেখা হচ্ছে এই পুজোতে'। তবে আগের ছবিতে তাঁকে কেবল নাচ করতে দেখা গিয়েছিল, কিন্তু ছবির শেষ বলছে এবার অ্যাকশন অনিবার্য। সত্যি কি তাই? এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম দেওয়া এক সাক্ষাৎকারে অঙ্কুশ বললেন, ‘এর পিছনে গল্প রয়েছে। আমায় নন্দিতাদি-শিবুদা ‘রক্তবীজ’-এ আইটেম গানের জন্য ডেকেছিলেন। আমি তখন বায়না জুড়েছিলাম, অবশ্যই করব। কিন্তু শুধুই আসব, নাচব, চলে যাব? আমায় দিয়ে একটু যদি কিছু দৃশ্য দেখাও। মানে, আমি যদি কোনও সূত্র রেখে যেতে পারি।’
আরও পড়ুন: 🥀সায়ন্ত অতীত, দেবচন্দ্রিমা-কিরণের বন্ধুত্ব এখন বেশ গভীর, মাঝরাতে কী করলেন ২ নায়িকা
☂তারপর নাকি পরিচালক জুটির শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় তাঁর থেকে দু'দিনের সময় নিয়ে ক্লাইম্যাক্সের কথা জানান। এই প্রসঙ্গে অঙ্কুশ বলেন শিবপ্রসাদ নাকি তাঁকে বলেছিলেন, ‘তোর জন্য ছবির সিক্যুয়াল ভেবে ফেললাম! তুই পরের পর্বের খলনায়ক।' এই কথা শুনে নায়ক নাকি অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। আসলে তিনি এতটাও আশা করিনি।
আরও পড়ুন: 🌌ঐশ্বর্য রাইয়ের গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারল বাস! বড়সড় দুর্ঘটনা বচ্চন পরিবারে
🐠তবে কেবল স্মৃতিচারণা নয়, শ্যুটিং প্রসঙ্গেও একাধিক কথা ভাগ করে নেন। ইতিমধ্যেই অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়-সহ ছবির বেশ কিছু কলাকুশলীদের সঙ্গে কাজ করেছেন। তবে আবির চট্টপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও দৃশ্য আছে কি না তিনি নিজেই এখনও জানেন না।'
♏তবে নন্দিতা-শিবপ্রসাদের ছবি মানেই তো ভালো অভিনয় নিয়ে একটা চাপ থাকেই। সেই জায়গায় নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন তিনি? নায়কের জবাব, ‘অনেক না হলেও কিছুটা তো ঘষামাজা করতেই হয়েছে! এর আগে ‘ভিলেন’ ছবিতে আমিই নায়ক আবার খলনায়ক। কিন্তু সেই ছবির খলনায়ক আর ‘রক্তবীজ ২’-এর খলনায়ক তো এক নয়।’ তার উপরে দুই পরিচালক তাঁকে বড় দায়িত্ব দিয়েছেন। তাঁকে তাঁর চরিত্রটা নিয়ে ভাবতে বলেছেন। পরিচালকরা জানিয়েছেন এর ফলে তিনি ছবিতে তাঁর মতো করে অভিনয় করতে পারবেন। এই বিষয়ে অঙ্কুশ বলেন, ‘আগে শুধুই শুনতাম, উইন্ডোজ় প্রযোজনা সংস্থা অভিনেতাদের প্রচণ্ড স্বাধীনতা দেয়। এখন বুঝতে পারছি। এই স্বাধীনতা পেলে কাজ ভাল হতে বাধ্য।’