স্মৃতিরা কখ🦩নও মুছে যায় না, সুযোগ পেলেই তাঁরা মনের কিনারায় বারেবারে ভেসে ওঠে। এমন কথা বহু মানুষকেই হয়ত বলতে শুনবেন। আমরা অনেকেই মাঝে মধ্যেই তাই পুরনো অ্যালবাম ঘেঁটে দেখি। যে স্মৃতিগুলি আমাদের নস্টালজিক করে তোলে, সেগুলিতে বিভোর হয়ে পড়ি। ঠিক যেমনটা করলেন গায়ক, কবি অনুপম রায়। স্মৃতির পাতা থেকে তিনি খুঁজে পেয়েছে যাদবপুর ❀বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়কালীন একটা ছবি।
শনিবার সোশ্যাল মিডিয়ার পাতায় একটা ছবি পোস্ট করেছেন অনুপম রায়। যেখানে তাঁকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে থাকা মাঠে বসে থাকত🔯ে দেখা যাচ্ছে। তাঁর পাশে আরও দু'জন বন্ধুকেও দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে অনুপমের ক্যাপশান ‘যাদবপুরের বিকেল। ২০-২২ বছর আগে। আমার বাঁ দিকে তারাশঙ্কর এবং ডান দিকে পার্থ।’
অনুপমের এই পোস্টে এক ব্যক্তি মজা করে কমেন্টে লিখেছেন, ‘ꦗআমি বসেছিলাম কালকে ওখানে, কই দেখা হল না তো’। এর উত্তরে অনুপম রায় পাল্টা প্রশ্ন করেছেন, ‘টাইম মেশিন নিয়ে গিয়েছিলে?’ অনুপম রায়ের এমন উত্তরে অনেককে নেটিজেনই না হেসে পারেননি।
তবে শুধু এই ছবিটিই নয়, কয়েকদিন আগেই যাদবপুর ইউনিভার্সাটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়া শেষের পর আরও একটা ছবি পোস্ট করেছিলেন অনুপম রায়। যখন পড়া শেষে চাকরি নিয়ে প্রথমবার রাজ্যের বাইরে গিয়েছিলেন,ছবিটা তখনকার তোলা। ১২ জুলাই সেই ছবি পোস্ট করে অনুপম লিখেছিলেন, ‘২০ বছর আগে, এই দিনে আমি @txinstruments (ভারত)এ ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে আমার প্রথম কাজ শুরু করেছিলাম। তখন সদ্য কলেজ থেকে পাশ করে বের হয়েছি। অনির্বাণ (আমার বাম দিকে) এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমারা ব্যাচমেট ছিলাম। সুব্রত (আমার ডানদিকে) শিবপু✃র BE কলেজের ছাত্র। যেন মনে হচ্ছে সবই গতকালের ঘটনা…।’
শোনা যায়, যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের পড়ার সময়কালীনই প্রাক্তন প্রথম স্ত্রীর সঙ্গে আলাপ হয়েছিল অনুপম রায়ের। এরপরই সেই বান্ধবীকে বিয়ে করে বেঙ্গালুরুতে চলে গিয়েছিলেন অনুপম। যদিও পড়ে সেই বিয়েও ভেঙে যায়। যদিও অনুপমের সেই বান্ধবীর নাম কি, কে তি🏅নি? কী কারণে যাদবপুরের সেই বান্ধবীর সঙ্গে অনুপমের বিয়ে ভেঙেছিল, সেবিষয়ে বিশেষ কিছুই জানা যায়নি।