বলিউড নিয়ে বড্ডই হতাশ পরিচালক অনুরাগ কাশ্যপ। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে তিনি যে সাউথ ইন্ডাস্ট্রিত🌸ে কাজ করতে চলেছেন, তা আগেই বলেছিলেন তিনি। কিন্ত🌟ু এবার তিনি জানালেন ভারতীয় ইন্ডাস্ট্রি ছেড়ে যাওয়ার পেছনে কী কারন রয়েছে।
সম্প্রতি ফোর্বসের সঙ্গে একটি নতুন সাক্ষাতকারে পরিচালক বলেন, আমি ভবিষ্যতের দিকে তাকানো বন্ধ করে দিয়েছি। আমি বা আমার মত অন্যান্য চলচ্চিত্র নির্মাতারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা নিয়ে আমি হয়তো কথা বলতে পারি ব꧂া সমাধানের কথা বল𝔍তে পারি কিন্তু আগামী দিন কি হতে পারে তা বলতে পারি না।
আরও পড়ুন: মধুচন্দ্রিমায় অঘটন! হাতির হানায় বিপদে অনির্বাജণ, স্বামীকে বাঁচাতে কী করবে রাই?
আরও পড়ুন: কমেডির মোড়কে রণবীরকে কটাক্ষ কমেডিয়ান বরুণের, হেসে খুনඣ নেটপা⛎ড়া
পরিচালক বলেন, এখন অনেক নতুন ফরম্যাট হয়েছে যেমন শর্ট ফরম꧒্যাট। আমি একজন ফিল্ম মেকার হতে চাইছিলাম কারণ বড় পর্দায় আমি সিনেমা দেখতে পছন্দ করি। তবে সিনেমার বিরতিতে এট💮ি স্বাস্থ্যের পক্ষে খারাপ, এটি মনের জন্য খারাপ, এই বিজ্ঞাপনগুলি সিনেমা দেখার অভিজ্ঞতা নষ্ট করে দেয়।
চলচ্চিত্র নির্মাতা হওয়ার যাত্রা প্রসঙ্গে অনুরাগ বলেন, একদিন এই শহরে খালি হাতে এসে দাঁড়িয়েছিলাম। সেদিন স্যুটকেস নিয়ে রাস্তায় ༺দাঁড়িয়ে ছিলাম। কিন্তু আমি কখনও পিছনের দিকে ফিরে তাকাইনি। আমি জানতাম আমাকে চলচ্চিত্র নির্মাতা হতে হবে, সফল হওয়ার জন্য যা করার সবকিছুই করেছি আমি।
আরও পড়ুন: 'হঠাৎই একটা...' বর্ধমান যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কনভয়, ঠিক কী ঘটেছিল জানালেন খ🧸োদ সৌরভ
আরও পড়ুন: পিসতুতো ভাইয়ের মেহেন্দি, পিসিমা রীমার সঙ্গে জম🦄িয়ে নাচ রণবীর-করিনার
প্রসঙ্গত, অনুরাগের শেষ সিনেমা কেনেডি কান ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছিল, কিন্তু এই সিনেমাটি ভারতে মুক্তি পায়নি। 🔴এরপর অনুরাগ এখনও পর্যন্ত কোনও সিনেমা পরিচালনা করেননি কিন্তু অভিনয় করেছেন লিও, মহারাজা, বিধুখালাই পার্ট টু সিনেমায়।