🌌 খুড়তুতো ভাই আদরের বিয়ে, তাই মেহেন্দি থেকে সঙ্গীত যেকোনও অনুষ্ঠানই জমিয়ে উপভোগ করতে ছাড়ছেন না রণবীর-করিনা-করিশ্মারা। বিয়েটা ২১ তারিখ, তবে তার আগে ১৯ ফেব্রুয়ারি ছিল আদর জৈন ও আলেখা আডবানির মেহেন্দি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেরই নানান ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই সিনেমার পর্দার মতোই আরও একবার যেন 'ডিভা' হয়েই ধরা দিলেন বেবো।
༺সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম রেডিটে উঠে আসা ভিডিয়োতে নিজের সিনেমা ‘বীরে দি ওয়েডিং’ (২০১৮) এর পার্টি ট্র্যাকে নাচতে গিয়ে ডান্স ফ্লোরে আগুন ধরালেন এই কাপুর নন্দিনী। প্রথমে হবু ভাতৃবধূ আলেখার সঙ্গে নাচতে নাচতেই হাত ধরে ভাই আদরকে ডান্স ফ্লোরে তুলে আনেন বেবো। তাঁদের নাচের সঙ্গে উপস্থিত সকলকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
🔜 এদিনের অনুষ্ঠানে সব্যসাচী ম্যাক্সি ড্রেসে থাই হাই স্লিট ড্রেসে দেখা যায় করিনাকে। এই ভিডিয়ো দেখে তাঁর ননদিনী বোবের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
🦹ছেলের মেহেন্দির অনুষ্ঠানে রিমা জৈন পরেছিলেন নীল স্যুট। আর রণবীর, আরমানরা কুর্তা-পাজামার যুগলবন্দি হিসাবে নেহরু জ্যাকেট পরেছিলেন। করিনা ও রণবীর ছাড়াও মেহেন্দি অনুষ্ঠানে মন কাড়েন ‘কাপুর খানদান’-এর বউমা অভিনেত্রী আলিয়া ভাট। আনুশকা খান্নার ডিজাইন করা হলুদ রঙের শারারা ড্রেসে দেখা যায় তাঁকে। যেটির মিরর ওয়ার্ক এবং মেটালিক এমব্রয়ডারি বেশ নজর কেড়েছিল। আলিয়া ড্রেসের সঙ্গে তাঁর চুল বেণীতে বেগুনি রঙের প্যারান্ডি বেঁধে নিয়েছিলেন। এদিন রানি রঙের শারারা ড্রেসে দেখা যায় করিশ্মা কাপুরকে।