অপরাজিতা আঢ্য বরাবরই আধ্যাত্মিক মানুষ। তিনি যে ঈশ্বর ভক্ত, একথা তাঁর অনুরাগীরা সকলেই কমবেশি জানেন। প্রায়ই নিজের আরাধ্য মহাদেবের পুজো করতে অক্ষরধাম যান, আবার বাড়িতে ঘটা করে লক্ষ্মীপুজোও করেন অপরাজিতা। তবে ২৬ অগস্ট সোমবার জন্মাষ্ঠমীর পুজো ক🎉রতে দেখা গেল না সেই অপরাজিতাকে। কিন্তু কেন? তবে কি আরজি কর কাণ্ডের কারণেই কি মন খারাপ অভিনেত্রীর? তাই কি এবার পুজো করলেন না?
এবিষয়ে আনন্দবাজারকে অপরাজিতা আঢ্য জানিয়েছেন। তিনি শাক্ত। গুরুদেবের থেকে শিব সেবার দীক্ষা নিয়েছেন। চণ্ডীপাঠের অধিকারী তিনি। তাই ত💧াঁদের বাড়িতে শ্রীকৃষ্ণের আরাধনা হয় না। যদিও অভিনেত্রী মা কৃষ্ণের আরাধনা করতেন, তবে তিনি আর এ🍷খন নেই। তাঁর দাদার সদ্য বিয়ে হয়েছে। এবার তাঁরা জন্মাষ্টমী পালন করবেন। এছাড়া সেখানে সত্যনারায়ণ পুজোও হয়েছে বলে জানান অপরাজিতা, সেখানে অবশ্য তিনিও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-নিজের হাতে গোপালকে সাজিয়ে জন্মাষ্টমীর পুজো করলেন মিমি, বাসবদত্তা, শ্রীময়ী, সৌমিতৃষা🍸রা
তবে আরজি কর কাণ্ডের পর কি ঈশ্বরের 🌌প্রতি ভক্তি একটু হলেও টলে গিয়েছে তাঁর? এবিষয়ে অপরাজিতা বলেন, বিশ্বাস একটুও টলেনি। বরং তাঁকেই আরও বেশি করে আঁকড়ে ধরেছেন। কারণ অপরাজিতার কথায় ঈশ্বর ছাড়া গতি নেই।
অপর🀅াজিতার কথায়, তিনি ঈশ্বারের কাছে এবার গোটা নারী জাতির জন্য ন্যায় চাইবেন।অভিনেত্রী বলেন, ‘আমরা যেন প্রত্যেকে, প্রতিদিন, নিরাপদে থাকি, স😼ুস্থ থাকি।’ অপরাজিতার কথায়, ছেলে খারাপ হলে তার দায় কিছুটা হলেও মায়ের উপরও বর্তায়। তাই ঈশ্বরের কাছে তাঁর একান্ত প্রার্থনা সকলের চৈতন্য হোক।এমনকি অপরাজিতা জানান যে অন্তঃসত্ত্বা হাতিটিকে অন্যায়ভাবে মেরে ফেলা হল, সেই হাতিটির জন্যও তিনি ন্যায় চাইবেন। কারণ সেও অত্য়াচারের শিকার।