খ্যাতির শীর্ষে থেকেও কতটা সাধারণভাবে জীবন-যাপন করা যায় তা অরিজিৎ সিং'কে দেখে শেখা উচিত। এমনটাই জানালে꧑ন কবি-গীতিকার-পরিচালক শ্রীজাত। শুক্রবার মুক্তি পেতে চলেছে শ্রীজাত পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’। আর এই ছবির অন্য়তম বড় আকর্ষণ অরিজিৎ সিং-এর কন্ঠে গাওয়া ‘মন রে কৃষিকাজ জানো না’ গানটি। ইতিমধ্যেই মিউজিক চার্টে রাজত্ব করছে অরিজিতের গাওয়া এই রামপ্রসাদি গান। শ্রীজাতর আবদারেই প্রথমবার রামপ্রসাদি গান রেকর্ড করেছেন অরিজিৎ। কিন্তু জানেন কি এই গানের পারিশ্রমিক নিতেই রাজি ছিলেন না জিয়াগঞ্জের ভূমিপুত্র!
হ্যাঁ, সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথাই ফাঁস করেꦐছেন শ্রীজাত। কবি জানান, ‘আমি যখন গানটা গাওয়ার পর ওর কাছে পারিশ্রমিকের কথা জিজ্ঞাসা করি, ও বলল-না, ‘আমি তোমার থেকে পারিশ্রমিক নেব না’। আমি পালটা বলি, নিতে তো হবেই ভাই। এরপর জবাব এল, ‘আচ্ছা ঠিক আছে এক কাজ করো, আমি তো ফেস্টিভ্যাল উদ্বোধনে কলকাতায় যাচ্ছি, তখন তু♉মি আমাকে ১১টাকা দিয়ে দিও। আমি বললাম, দেখো এটা (মিউজিক রাইটস) তো সোনি এন্টারটেনমেন্ট কিনছে, তাদের তো কনট্রাক্টে বলা যাবে না অরিজিৎ সিং ১১ টাকা পারিশ্রমিক নিয়েছে। সেইসময় অরিজিৎ বলল, 'আচ্ছা ঠিক আছে শ্রীজাতদা, আমি একটা বাচ্চাদের স্কুল চালাই তাহলে যা দেওয়ার তুমি ওদের দিয়ে দাও, পুজোর জামা হয়ে যাবে’।
অরিজিৎ সিং-এর জীবন-দর্শন সবার চেয়ে আলাদা সেকথা বারবার বলেন শ্রীজাত। তিনি বলেন, ‘অরিজিৎ সিং-এর জীবনযাপন এত বেশি সাদামাটা যা এই স্তরের খ্যাতিলাভের পর বজায় রাখা খুব মুশকিল, প্রায় অসম্ভব। এই জন্য আমি বলি অরিজিৎ সিং-কে দেখা যায়, কিন্তু ছোঁয়ꩲা যায় না’।
এরপর অরিজিৎ সিং-এর সঙ্গে সাক্ষাৎ-এর আরও একটি ঘটনা প্রকাশ্যে আনেন শ্রীজাত। আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীজাত বলেন, ‘একদিন খুব গরম ছিল। ও আমার বাড়িতে এল, আমি এসি চালালাম। তখন ও বলল, এসি চালাচ্ছো কেন? অনেক বিল উঠবে তো! পরিবেশ নষ্ট হবে না? অবশেষে এসি বন্ধ করে দিল। তারপর বলল, শ্রীজাতদা তুমি কি 🉐ছোটবেলায় এসি-🧔তে মানুষ হয়েছো? তাহলে এখন কেন এসি লাগছে?’
অরিজিৎ সিং-কে যত দেখেন মুগ্ধতা ততই বাড়ে- অকপটে বললেন শ্রীজাত জানান, তিন মাস ধরে পান্নালাল ভট্টাচার্য এবং ধনঞ্জয় ভ🐽ট্টাচার্যের গলায় ‘মন রে কৃষিকাজ জানো না’ গানটি শুনে একরাতে রেকর্ড করেছেন অরিজিৎ। আর বল🐼ার অপেক্ষা রাখে না প্রতিবারের মতোই অরিজিতের গায়েকিতে বুঁদ সকলে।