বিগত কয়েক বছরে মালাইকার সঙ্গে সম্পর্কে থাকার কারণে বহু উপহাসের সম্মুখীন হতে হয়েছিল অর্জুন কাপুরকে। মালাইকার ঘর ভাঙ্গার পেছনে অর্জুনের হাত রয়েছে, একথা শোনার পরেও মালাইকার সঙ্গে সম্পর্ক ছিলেন তিনি। তবে ২০২৪ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। ২০১৮ থেকে ২০২৪, এই দীর্ঘ সময়ে একটি সম্পর্কে থাকাকালীন তিনি যে ভালোবাসার মানে ꦬবুঝতে পারেননি, তা তিনি বুঝেছেন ব্রেকআপের পর।
সম্পাদি অভিনেতা ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ নামক সিনেমার প্রচারের জন্য ভীষণ ব্যস্ত। সিনেমাটি ২১ ফেব্ꦑরুয়ারি অর্থাৎ শুক্রবার বড় পর্দায় মুক্তি পাবে। কমেডির মোড়কে তৈরি করা এই সিনেমায় অর্জুন ছাড়াও অভিনয় করবেন রকুল প্রীত সিং, দিনো মোরিয়া, হর্ষ গুজরাল এবং শক্তি কাপুর।
আরও পড়ুন: তারা সুতারিয়ার সঙ্গে টাইম পাস করেছিলেন আদর! বিয𒁃়ের আগে অকপট স্বীকারোক্তিতে তুলোধোনা নেটপাড়ার
আরও পড়ুন: মহাকুম্ভের ছোঁয়া 'বেঙ্গল টপার' পরিণীতার গল্পেও! গোটা টিম ত্রি🅰বেণী যাচ্ছে?
সম্প্রতি নিউজ এইট্টিন - এর সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে অর্জুন বলেন, যে ভালোবাসা দেবে তারও যেন ভালো হোক, যে দেবে না তারও ভালো হোক। আমার কাছে ভালোবাসা মানে এমন একজন মানুষকে খুঁজে পাওয়া যে আপনার নীরবতার মানে বুঝতে পারবে, যা সব🏅 থেকে বেশি গুরুত্বপূর্ণ।
অর্জুন বলেন, অনেক সময় এমন হয় যে আপনি এবং আপনার ভালবাসার মানুষ দুজনে দুটি ভিন্ন জায়গায় রয়েছেন, কিন্তু সারাদিন কথা না বললেও আপনারা একে অপরে✃র সঙ্গে জড়িয়ে থাকে༺ন। দিনের শেষে এমন একটা স্পেস প্রয়োজন হয় যেখানে আপনি নিজের মনের সব কথা বলতে পারবেন।
আরও পড়ুন: Mrs দেখে সানিয়ার কাছে ক্ষমা চেয়েছেন পর্দার শ্বশꦫুর! কানওয়ালজিৎ ꦍবললেন, 'নিজেরই ঘেন্না করছিল'
আরও পড়ুন: মহাকুম্ভে স্টল 🌱দিয়েছেন আদানি-সুন্দর পিচাইরা! AI🌠-র কামাল দেখে হতভম্ব নেটপাড়া
অভিনেতা বলেন, দিনের শেষে যদি আপনার ফিরে যাওয়ার জায়গা থাকে এবং আপনার জন্য অপেক্ষা করার মতো কোনও ব্যক্তি থাকে তাহলে আ🐻পনার থেকে সৌভাগ্যবান আর কেউ হয় না। ভালোবাসা মানে সারাক্ষণ ভালোবাসার মানুষটির সঙ্গে থাকা নয়, একে অপরকে সম্মান দেওয়া এবং একে অপরের পেশাকে সম্মান দেওয়ার নাম হল ভালোবাসা।
২০১৮ সালে মালাইকার সঙ্গে সম্পর্ক শুরু হয়েছিল অর্জুনের। ২০২৪ সালে সিংঘম এগেইন সিনেমার শ্যুটিং চলাকালীন তিনি নিজেকে বারবার সিঙ্গল বলে দাবি করেন। অর্জুনে꧑র মুখে এই কথা শোনার পরেই বোঝা যায় যে তিনি আর মালাইকার সঙ্গে সম্পর্কে নেই। পরবর্তী সময়🐠ে মালাইকার তরফ থেকেও সম্পর্ক শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত আসে।