✨ কাপুর পরিবারে জোরকদমে শুরু হয়ে গেছে রিমা কাপুরের ছেলে আদর জৈনের প্রাক বিবাহ অনুষ্ঠান। গতকাল অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি ছিল আদর এবং আলেখ্যর মেহেন্দি অনুষ্ঠান। ধুমধাম করে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানটি। তবে এই অনুষ্ঠানেই হঠাৎ করে পুরনো সম্পর্ককে টাইম পাস বলে সম্বোধন করলেন আদর জৈন।
ꦓবুধবার মুম্বইয়ে নিজের বাসভবনে অনুষ্ঠিত হয়েছিল হবু নব দম্পতির মেহেন্দি অনুষ্ঠান। রণবীর কাপুর, আলিয়া ভাট, করিশ্মা কাপুর, করিনা কাপুর সহ গোটা কাপুর পরিবার উপস্থিত ছিলেন সেখানে। নাচে গানে মেতে উঠেছিল মেহেন্দি অনুষ্ঠান।
আরও পড়ুন: 🦄কুছ কুছ হোতা হ্যায়-র মিস ব্রিগাঞ্জাকে মনে আছে তো? ফের এলেন সকলের সামনে
🥀মেহেন্দি অনুষ্ঠানে সকলের সামনে হবু স্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলতে শোনা যায় আদরকে। আদর বলেন, আমি সবসময় তোমাকে ভালবাসি। তোমার সঙ্গে চিরকাল থাকতে চাইছিলাম কিন্তু সুযোগ পাইনি। তাই ২০ বছরের দীর্ঘ যাত্রায় তুমি আমাকে ‘টাইম পাস’ দিয়ে পাঠিয়ে দিয়েছিলে। কিন্তু দিনের শেষে আমার সেই অপেক্ষার অবসান ঘটল। আমি সব থেকে সুন্দরী মেয়েকে নিজের স্ত্রী হিসাবে পেলাম। সত্যি সবটা স্বপ্নের মতো লাগছে।
🎐আদর ২০ বছরের দীর্ঘ যাত্রাকে ‘টাইম পাস’ বলে উল্লেখ করলেও অনেকে মনে করছেন তিনি এই কথার আড়ালে নিজের পুরনো সম্পর্ককে টেনে এনেছেন। দীর্ঘ ৪ বছর ধরে তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন আদর, যা পড়ে কেটে যায়। আদরের এই টাইমপাস কথাটির উল্লেখ করায় অনেকে মনে করছেন তিনি যদি সত্যিই আলেখ্যকে ভালোবাসেন তাহলে কীভাবে অন্য সম্পর্কে জড়িয়ে ছিলেন? এটা তো এক প্রকার অন্যায়।
🧜আদরের কথায় বিরক্ত প্রকাশ করে এক নেটিজেন লিখেছেন, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বিশ্বকে প্রমাণ করার চেষ্টা করছেন যে আপনি কেবল ভালবাসতে জানেন। বিয়ের অনুষ্ঠানে পুরনো সম্পর্ককে টেনে আনার কোনও মানে হয় না। অন্য একজন লিখেছেন, এভাবেই সকলের সামনে পুরনো সম্পর্ককে ছোট করার কোনও মানে নেই। এটা ভীষণ নগন্য একটি কাজ।
আরও পড়ুন: ﷺ২ বিষয় ছাড়া সবেতেই লেটার মার্কস! মাধ্যমিকে কীসে কীসে ৮০ এর কম পেয়েছিলেন কিরণ?
আরও পড়ুন: ওMrs দেখে সানিয়ার কাছে ক্ষমা চেয়েছেন পর্দার শ্বশুর! কানওয়ালজিৎ বললেন, 'নিজেরই ঘেন্না করছিল'
𝕴অনেকে আবার আদরের এই কথাটিকে উদ্দেশ্য করে লিখেছেন, তারা তুমি সত্যিই ভাগ্যবতী। ঠিক সময় তুমি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পেরেছো। সবাই সেটা পারে না। তুমি সত্যিই ভাগ্যবতী।
🌌প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বর মাসে রোকা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছিল নব দম্পতির। চলতি বছরের জানুয়ারি মাসে খ্রিস্টান মতে বিবাহ সেরেছিলেন তাঁরা। এবার হিন্দু মতে বিয়ে করতে চলেছেন আদর এবং আলেখ্য।