১৯৯৮ সালে করণ জোহর পরিচালিত ‘কুচ কুচ হোতা হে’ সিনেমায় কলেজ স্টুডেন্টের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল শাহরুখ খান কাজল এবং ꧃রানী মুখোপাধ্যায়কে। শাহরুখ-কাজলের ক্লাস নিয়েছিলেন অর্চনা পুরন সিং ওরফে মিস ব্রিগাঞ্জা । ২৭ বছর পর ‘নাদানিয়া’ সিনেমায় আরও একবার রিক্রিয়েট করা হল 🧸সেই দৃশ্যই।
খুশি কাপুর এবং ইব্রাহিম আলি খানের সিনেমা নাদানিয়া🦄 মু🃏ক্তি পেতে চলেছে আগামী ৭ মার্চ। ইতিমধ্যেই সিনেমার বেশ কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে নেটফ্লিক্স-এর তরফ থেকে। এবার ফের সিনেমার একটি ছোট্ট দৃশ্য পোস্ট করা হল নেটফ্লিক্স ডিজিটাল প্লাটফর্মের তরফ থেকে, যে দৃশ্য দেখে অনেকেই হয়েছেন নস্টালজিক।
আরও পড়ুন: Mrs দেখে সান🦋িয়ার কাছে ক্ষমা চেয়েছেন পর্দার শ্বশুর! কানওয়ালজিৎ বললেন, 'নিজেরই ঘেন্না করছিল'
আরও পড়ুন: মহাকুম্ভে স্টল দিয়েছেন আদান🉐ি-সুন্দর পিচাইরা! AI-র কামাল দেখে হতভম্ব নেটপাড়া
‘কুচ কুচ হোতা হে’ সিনেমায় অর্চনা শাহরুখ কাজল এবং রানীকে রোমিও জুলিয়েটের গল্প পড়াতে পড়াতে জিজ্ঞাসা করেছিলেন ভালোবাসা মানে কি? অর্চনার জবাবে শাহরুখ বলেছিলেন, ভালোবাসা হল বন্ধুত্ব। শাহরুখের সেই আইকনিক ডায়লগ আজও মানুষের মুখে মুখে ঘোরে। ২৭ বছর পর আবার অ💮র্চনাকে করতে শোনা গেল ওই একই প্রশ্ন।
ক্লাসরুম এবং শিক্ষিকা এক হলেও এবার পাল্টে গেছে স্টুডেন্টের মুখ। খুশি এবং ইব্রাহিম ওরফে পিয়া এবং অর্জুনকে যখন জিজ্ঞাসা করা হয় ভালোবাসা মানে কি, তখন পিয়া কোনও জবাব দিতে পারে না। অর্জুনকে জিজ্ঞাসা করা হলে সে বলে ভালোবাসা মানে অ্যারেঞ্জমেন্ট। অর্জুনের মুখে এই ꦚকথা শুনে হঠাৎ করে চমকে ওঠে পিয়া।
অর্জুনকে বলতে শোনা যায় ভালোবাসা মানে দুই মানুষের মধ্যে অ্যারেঞ্জমেন্ট, দুই মন এবং দুই মানুষের বোঝাপড়া। অর্জুনেরꦺ মুখে এই কথা শুনে খুশি হয়ে পিয়া ফোন তুলে অর্জনকে সঙ্গে সঙ্গে ২৫ হাজার টাকা পাঠিয়ে দেয়। 💯এখানেই ওঠে প্রশ্ন। ভালোবাসার সংজ্ঞা এত ভালো লেগে গেল যে সঙ্গে সঙ্গে ২৫ হাজার টাকা অর্জুনকে পাঠিয়ে দিল পিয়া? না এর পেছনে রয়েছে অন্য কোনও গল্প?
তবে গল্প যাই থাকুক ন♔া কেন, ২৭ বছর পর অর্চনাকে সেই পুরনো রূপে দেখে ভীষণ খুশি দর্💧শকরা। পরিচালক হিসাবে যে দৃশ্য করণ তৈরি করেছিলেন, এবার প্রযোজক হিসাবে সেটাই রিক্রিয়েট করলেন তিনি। অনেকে আবার অর্চনার পাশাপাশি অনুপম খেরকেও সিনেমার দৃশ্যে রাখার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: ২ ব🦹িষয় ছাড়া সবেতেই লেটার মার্কস! মাধ্যমিকে কীসে কীসে ৮০ এর কম পেয়েছিলেন কিরণ?
আরও পড়ুন: কলকাতার উৎসাহে এবার দ্বিতীয় বছরে ফরাসি ছবির উৎসব
প্রসঙ্গত, খুশি এবং ইব্রাহিমের মধ্যে চলতে থাকা অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে জানা যাবে সিনেমার মাধ্যমে। তবে এই সিনেমায় শুধু ইব্রাহিম বা খুশি নন, সুনীল শেট্টি, মহি🥂মা চৌধুরী, দিয়া মির্জা এবং যুগল হংসরাজের মতো তারকাকে দেখতে পাওয়া যাবে, স💦েটাই দর্শকদের কাছে বড় পাওনা।