International mother language day: আজ ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। সমগ্র বাঙালি জাতির কাছেই আজকের দিনটি ‘অমর একুশে’। বাংলাভাষার শহিদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার দিন আজ। তাদের জন্যই আমরা আজও আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলতে পারছি। ভাষা দিবসের রক্তক্ষয়ী দিনটির ইতিহাস আজও ভোলার নয়। তবে ওই দিন শহিদ হওয়া পাঁচজনের নামই ইতিহাসে বেশি চর্চিত। তারা হলেন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর। এই পাঁচজনের মধ্যে বরকত ও জব্বার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সালাম ছিলেন রিকশাচালক। শফিউর হাইকোর্টের কর্মচারী। রফিক ছিলেন এক বিখ্যাত প্রিন্টিং꧒ প্রেসের মালিকের ছেলে। এই পাঁচজন ছাড়াও ২১ ফেব্রুয়ারির দিন শহিদ হয়েছিলেন আরও অনেকে। কিন্তু ইতিহাসে তাদের নিয়ে বিশেষ কোনও গবেষণা হয়নি।
আরও পড়ুন - ‘রবিবারই মুদির মাল অর্ডার দিল ছোট বউ’ ট্যাংরায় খুনের ঘটনায় হত🐈বাক প্রতিবেশীরাও
শহিদদের সংখ্যা চল্লিশের কাছাকাছি
বিভিন্ন তথ্যসূত্র জানাচ্ছে, ভাষা আন্দোলনে মোট শহিদদের সংখ্যা চল্লিশের কাছাকাছি। ১৯৫৩ সালের মার্চে ১৯৫১ সালের আন্দোলনকে কেন্দ্র করে একটি স্মারক গ্ꦉরন্থ প্রকাশিত হয়েছিল। প্রকাশক পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের প্রথম সভাপতি মোহাম্মদ সুলতান। সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। সেখানে প্রকাশিত হয় কবির উদ্দিন আহমেদের ‘একুশের ঘটনাপুঞ্জী’ নামে একটি প্রতিবেদন । তাতে দাবি করা হয় ২১ ও ২২ ফেব্রুয়ারির ওই রক্তক্ষয়ী আন্দোলনে সব মিলিয়ে মোট ৩৯ জন শহীদ হয়েছেন। তাঁর প্রতিবেদনে তিনি লেখেন, ‘শহ🌜ীদদের লাশগুলো চক্রান্ত করে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরিয়ে ফেলা হয়েছে। মেডিকেল হোস্টেলের ভেতর ‘গায়েবি জানাজা’ পড়া হলো। পরদিন সকাল ৯টায় জনসাধারণের এক বিরাট অংশ মর্নিং নিউজ অফিস জ্বালিয়ে দেয় এবং সংবাদ অফিসের দিকে যেতে থাকে। সংবাদ অফিসের সম্মুখে মিছিলের ওপর মিলিটারি বেপরোয়া গুলি চালায়। অনেকেই হতাহত হয় এখানে।’
আরও পড়ুন - ‘মহিলা বলে ব্যবসার মধ্যেই…’ ট্যাংরাকা🍷ণ্ডে দুই ভাইপোকে নিয়ে বিস্ফোরক নমিতা দে
পুলিশ নিয়ে যায় মৃতদেহ
তবে তৎকালীন ‘সীমান্ত’ পত্রিকার সম্পাদক মাহবুব-উল-আলম চৌধুরীর কবিতায় মোট চল্লিশ জন ভাষা শহꦍিদের কথা জানা যায় । ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অলি আহাদের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল আন্দোলনের পর। সেই সাক্ষাৎকার অবশ্য জানাচ্ছে, ২২ ফেব্রুয়ারি নবাবপুর রোড ও বংশাল রোডে পুলিশের গুলিতে মৃতদের দেহ পুলিশ নিয়ে গিয়েছিল।