অর্জুন কাপুর এবং কারিনা কাপুর-সহ বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটিকে মালাইকা অরোরার প্রয়াত বাবা অনিল মেহতার প্রার্থনা সভায় উপস্থিত হতে দেখা গেল। শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা ও সমর্থন জানাতে হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠরা। মঙ্গলবার মুম্বাইয়ে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় হাজির সেলিব্রিটিরাসোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পাপারাজ্জি পেজ থেকে প্রার্থনা সভায় উপস্থিত সেলিব্রিটিদের ভিডিয়ো শেয়ার করা হয়। একটি ভিডিয়োতে মালাইকা ও তাঁর বোন অমৃতা অরোরাকে একসঙ্গে দেখা গিয়েছে। আরেকটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, বন্ধুর পাশে থাকতে গুরুদ্বারে হাজির হয়েছেন তাঁর প্রিয় বন্ধু করিনা কাপুর। সাদা স্যুট পরে দেখা যায় বেবোকে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, শাড়ি পরে প্রার্থনা সভায় আসছেন মালাইকার মা জয়েস পলিকার্প। অন্য একটি ভিডিয়োতে তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুনকেও পরিবারের সঙ্গে দেখা গিয়েছে। তিনি ডেনিমের সঙ্গে সাদা শার্ট পরে এসেছিলেন। উপস্থিত ছিলেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজন খানও।মালাইকার বাবার মৃত্যুগত ১১ সেপ্টেম্বর মারা যান মালাইকা আরোরার সৎ বাবা। মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। তাঁর প্রাক্তন স্বামী আরবাজ খান সবার আগে মালাইকার বাপের বাড়িতে পৌঁছেছিলেন। পরে আসেন বাবা সেলিম খান ও মা সালমা খান, সৎ মা হেলেন, বোন আলভিরা ও অর্পিতা এবং ভাই সোহেল খান ও সলমান খান। মালাইকার প্রাক্তন শ্বশুরবাড়ির সকলেই এসে দাঁড়িয়েছিলেন এই বিপদের সময়ে। বাবার মৃত্যুর পর ইনস্টাগ্রামে একটি অফিসিয়াল বিবৃতি দেন তিনি। জানান গোটা ঘটনায় তাঁর পরিবার 'গভীরভাবে শোকাহত'। বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় বাবা অনিল মেহতা আর নেই। তিনি ছিলেন একজন ভালো মানুষ, যত্নবান স্বামী, আর আমাদের সবচেয়ে ভালো বন্ধু। আমাদের পরিবার এই ক্ষতিতে গভীরভাবে শোকাহত। এবং আমরা এই কঠিন সময়ে মিডিয়া এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ জানাচ্ছি গোপনীয়তা বজায় রাখার। কৃতজ্ঞতার সঙ্গে জয়েস, মালাইকা, অমৃতা শাকিল, আরহান, আজান, রায়ান, ক্যাসপার, অ্যাক্সেল, ডাফি ও বাডি।’