ছোট পর্দার অতি পরিচিত মুখ তিনি। একাধিক সিরিয়ালে যেমন কাজ করেছেন, কাজ করেছেন বেশ কিছু সিনেমাতেও। ড্যান্স বাংলা ড্যান্স থেকে উত্থান, অল্প দিনেই নজর কাড়েন অভিনয় জগতে। তবে একই সঙ্গে তিনি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা নাচের ভিডিয়ো পোস্ট করেন। 𝐆আর তার জেরেই তাঁকে পড়তে হয় কটাক্ষের মুখে। অভিনেত্রীর কালো বগল, ভুঁড়ি দেখে বিদ্রূপ করেন। এতদিন সেসব কটূ কথাকে উপেক্ষা করলেও এবার সেটার জবাব দিলেন আয়েশা।
আরও পড়ুন: 'পেশির জোরের 🧸বদলে মগজের খেল' দেখাতে রক্তবীজ ২-তে খলনায়ক হয়ে আসছেন অঙ্কুশ! থাকছে আর কোন চমক?
কী লিখলেন আয়েশা?
এদিন আয়েশা তাঁর একটি ছবি পোস্ট করেন ফেসবুকের পাতায়। সেখানে তাঁকে রুপালি রঙের একটি বডিকন স্ট্র্যাপ দেওয়া ড্রেস পরে থাকতে দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ' । অনেꩲকে যেমন প্রশংসা করে যে আমি নাকি দারুণ ভাবে নেতিবাক♛ মন্তব্যকে ডিল করি। কিন্তু মানুষ তো শত হলেও। আর কত ইগনোর করব? এক একটা সময় মনে হয় চিৎকার করে উঠি আর তারপর আবার গভীর শ্বাস নিয়ে কাজে মনে দিই।'
তিনি এদিন আরও লেখেন, 'প্রথমত যারা আমার কালো বগল নিয়ে এত চিন্তিত, তাদের এই চিন্তা উদ্বেগ দেখে আমি আপ্লুত। আর যারা আমার পেট দেখে গর্ভবতী বলে হাসছেন, অদ্ভুত লাগে এটা ভেবে যে গর্ভবতী কথাটা এখন তার মানে একটা গালাগালিতে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আছে আমার ভুঁড়ি, হ্যাঁ, আমার পেট মোটা, আমার বগল কালো তাও আমি নিজেকে নিজে কনফিড𒈔েন্ট। আমি আমার মর্জি মতো ন🐈িজের পছন্দের সব পোশাক পরি। পরব। কমেন্ট সেকশন খোলা থাকে, যা খুশি লিখুন। আমি স্লিভলেস ড্রেস পরব, বডিকন ড্রেস পরব। কোনও সন্দেহ আছে?'
অনেকেই তাঁকে বাহবা দিয়েছেন এভাবে জবাব দেওয়ার জন্য। এক ব্যক্তি লেখ🌠েন, 'অনেক এমন লোক আছে উল্টোপাল্টা কমেন্ট করে, তাদের কথায় কান না দিয়ে এগিয়ে যাও।' আরেকজন লেখেন, 'ওরা মানুষ, ওরা বলবেই। শালীনতা আর সততার সাথে এগিয়ে যাও ব্যাস।' কেউ আবার লেখেন♔, 'মানুষের কথা নিয়ে মাথা ঘামিও না। যে যা বলছে বলুক। যাদের তোমার প্রতেকটা কনসেপ্ট ভালো লাগবে তারা ভালোটাই বলবে।'