অল্প দিনেই দর্শকদের নজর কেড়ে নিয়েছেন পরিণীতা। যদিও প্রথম দিকে কেমন হবে সিরিয়ালটি সেটা নিয়ে দর্শকদের মনে চিন্তা ছিল, কিন্তু জানুয়ারি মাস থেকে লাগাতার বেঙ্গল টপার হচ্ছে এই মেগা। ফাটাফাটি টিআরপির সঙ্গে ১০০ পর্ব পার করে ফেলল উ🔴দয় ইশাꦬনির ধারাবাহিক।
আরও পড়ুন: 'পেশির জোরের বদলে♊ মগজের খেল' দেখাতে রক্তবীজ ২-তে খলনায়ক হয়ে আসছেন অঙ্কুশ!✤ থাকছে আর কোন চমক?
আরও পড়ুন: খালি গণসঙ্গীত নয়, ক্ꦓলাসিক্যালেও সমান দক্ষ সারেগামাপার আরাত্রিকা! ফিনালের আগে ভাইরাল পুরনো ভিডিয়ো
কী ঘটেছে?
সম্প্রতি পরিণীতা ধারাবাহিকটি ১০০ পর্ব পার করল। আর সেই উপলক্ষ♏ে সেই মেগার সেটে চলল কেটে উদযাপন। উপস্থিত ছিলেন জি বাংলার এই ধারাবাহিকের সমস্ত টিম মেম্বাররা। এদিন সেই উদযাপনের ঝলক পোস্ট করেন রিয়াজ লস্কর। তাঁকে তাঁর পোস্ট করা সেই ভিডিয়োতে বলতে শোনা যায়, 'আচ্ছা বন্ধুরা, আজ আমাদের পরিণীতা ধারাবাহিকের ১০০ꩲ পর্ব পার হল।' তাঁর সঙ্গে যোগ দিয়ে সিরিয়ালের নায়িকা ইশানি চট্টোপাধ্যায় বলেন, '১০০ হল। এবার এই ১০০ টাকে আরও আরও অনেক ১০০০ করতে হবে। আরও যতদূর যাওয়া যায়। মাইলস টু গো। খুব আনন্দ হচ্ছে।' প্রসঙ্গত এটাই ইশানির প্রথম ধারাবাহিক।
এদিন তাঁদের একটি চকলেট কেক যেখানে লেখা ছিল পরিণীতা, ১০০ পর্ব জি বাংলা সেটা কাটতে দেখা যায়। রিয়াজ ভিডিয়োটি পোস্ট করতেই অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'অনেক অনেক শুভেচ্ছা। আরও অনেক দূর এগিয়ে যাও তোমরা। অনেক শুভ কামনা রইল।' আরেকজন লেখেন, 'এই সিরিয়ালটি দেখার জন্য রোজ ওয়েট করি। ভীষণ ভালো লাগে।' ত♚ৃতীয় জন লেখেন, 'খুব সুন্দর লাগছে, অনেক অনেক শুভেচ্ছা জানাই টিম পরিণীতাকে। দাদাভাই তুমি এই ভাবে এগিয়ে যাও, তোমার পাꩵশে আছি সবসময়। হাসিখুশি থাকো।' আরেকজন লেখেন, ‘অভিনন্দন সবার জন্য। সবার জন্য শুভকামনা রইল। ভিডিয়োটা ভালো লাগল।’
আরও পড়ুন: দোরಌগোড়ায় গ্র্যান্ড ফিনালে, অঙ্কনার গানে অখুশি শান্তনু! বললেন, 'চেয়ারে মনোযোগ দ💦িস না, গানটা...'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এই সপ্তাহেও বেঙ্গল টপার হয়🌊েছে ��পরিণীতা। টিআরপি তালিকার শীর্ষে রয়েছে উদয় এবং ইশানির এই মেগা। তাঁদের প্রাপ্ত নম্বর ৭.৯।