এবারের বাংলার সারেগামাপার অন্যতম জনপ্রিয় প্রতিযোগী হলেন আরাত্রিকা সিনহা। তিনি পಞ্রথম থেকেই বিভিন্ন গণসঙ্গীত গেয়ে তাক লাগিয়েছেন। যদিও অন্যান্য বিভিন্ন ধারার গানও এই রিয়েলিটি শোয়ের মঞ্চে শুনেছে দর্শকরা। বর্তমানে তিনি এই রিয়েলিটি শোয়ের ফিনালেতে যাওয়ার অন্যতম দাবিদার। তার আগে প্রকাশꦐ্যে এল তাঁর একটি পুরনো ভিডিয়ো।
আরও পড়ুন: 'পেশির জোরের বদলে মগজের খেল' দেখাতে রক্তবীজ💯 ২-তে খলনায়ক হয়ে আসছেন অঙ্কু♒শ! থাকছে আর কোন চমক?
কী ঘটেছে?
আরাত্রিকা সিনহাকে অনেক সময়ই শুনতে হয়েছে যে তিনি নাকি মূলত গণসঙ্গীত গান। কিন্তু তিনি যে অন্যান্য ধরনের গান, মূলত ক্লাসিক্যাল সঙ্গীতেও দারুণ পটু সেটার প্রমাণ হিসেবে এদিন আচমকাই ভাইরাল হয়েছে তাঁর একটি পুরনো ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে আকাশ আটের গুড মর্নিং আকাশ নামক একটি শোতে দুই বছর আগে গান গেয়েছিলেন আরাত্রিকা। সেখানেই তিনি ♔একটি ক্লাসিক্যাল সঙ্গী🐟ত শোনান।
সেই ভিডিয়ো পোস্ট করে এদিন লেখা হয়, '।' অনেকেই সেখান সমর্থন জানিয়েছেন। শুধু তাই নয়, তাঁদের মতে এবারের সারেগামাপায়ের সেরার শিরোপা জেতার অন্যতম দাবিদার হলেন ত🌳িনিই।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'খুব সুন্দর প্রতিভা। নিশ্চিত ভারত জোড়া না🍰ম 🔜হবে ওর। আমার স্নেহার্শীবাদ রইল।' আরেকজন লেখেন,'আমি তো আরাত্রিকার অন্ধ ভক্ত।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'তখন তো আরও ছোট ছিল। এই বয়সে এমন নিখুঁত পরিবেশন, ভাবা যায় না। অনেক অনেক বড় হও মা। হবে তো বটেই। কিন্তু মাটিতে পা যেন তখনও থাকে। একজন শিল্পী কেবল তখনই সবার ভালোবাসা শ্রদ্ধা পেতে পারে। তোমার দাদুর মতো মানুষ পাশে আছেন। ঠিক পারবে। এক আকাশ স্নেহাশিস।' চতুর্থ জনের মতে, 'যারা ভালো গান করে তাদের বেসিক তো ভালো হয়।'
আরও পড়ুন: দোরগোড়ায় গ্র্যান্ড ফিনালে, অঙ্কনার গানে অখুশি শান্তনু! বললেন, 'চেয়ারে মඣনোযোগ দিস না, গানটা...'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, সারেগামাপার গ্র্যান্ড ফিনালের শ্যুটিং হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেটার পর প্রাক্তন বিজয়ী༒ সৌম্য চক্রবর্তী তাঁর ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন যে এবারের সারেগামাপায় যুগ্ম বিজয়ী হয়েছেন। যদিও বর্তমানে তিনি সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন। লিখে দেন সেই দুই বিজয়ীর নাম, যদিও হিন্দুস্থান টাইমস বাংলা এখনই তাঁদের নাম প্রকাশ করছে না। সৌম্য চক্রবর্তী এই পোস্টটি করার পর অনেকেই বিরোধিতা করেছেন তাঁর লেখার। সম্প্রতি চ্যানেলে তরফে গ্র্যান্ড ফিনালের প্রথম প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে এবারের সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে যাওয়ার দৌড়ে আছেন আরাত্রিকা সিনহা, অনীক জানা, অতনু মিশ্র। বাকি টপ ৫ এ কোন দুজন আরও জায়গা করে নেন সেটাই এখন দেখার। সেরা ৫ জনকে নিয়ে গ্র্যান্ড ফিনালের পর্ব সম্প্রচারিত হবে।