দেখতে দেখতে প্রায় শেষ পর্যায় এসে পৌঁছে গিয়েছে সারেগামাপা। আর মাত্র কয়েকটি পর্বই বাকি। দোরগোড়🎃ায় সেমি ফাইনাল, গ্র্যান্ড ফিনালে। তার আগে অঙ্কনার এমন নড়বড়ে পারফরমেন্স দেখে যারপরনা𒁏ই অখুশি বিচারকরা। ভুল ধরিয়ে একপ্রকার বকা দিলেন শান্তনু।
আরও পড়ুন: বরের সঙ্গে মহাক๊ুম্ভের পথে ইমন! স্নান নয়, কীসের টানে যাচ্ছেন ত্রিবেণী সঙ্গমে?
আরও পড়ুন: ভাষা দিবসে প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা শোভনের, নতুন সাজে কোন চমক নিয়ে আসছে আমি বাংলায় গা💟ন গাই?
কী ঘটেছে?
সারেগামাপায়ের রবিবারের পর্বে অঙ্কনা বাহুবলী ২ ছবিটি থেকে কানহা সো যা জারা গানটি গান। সেই গান শেষ হতে না হতেই কেঁদে ফেলে প্রতিযোগী। সেটা দেখে জোজো মুখোপাধ্যায় জিজ্ঞেস করেন যে সে কাঁদছে কেন? জবাবে অঙ্কনা বলে, 'আমার 𒁏সেরাটা দিতে পারিনি।' জবাবে জাভেদ আলি বলে ওঠেন, 'এটা একটা অনেক বড় কথা। যদি শিল্পী নিজের ভুল বুঝতে পারে আর সেটা মেনে নেয় সেটার থেকে বড় কথা কিছু হয় না।' এরপর ইমন চক্রবর্তীও বুঝিয়ে দেন যে এই পারফরমেন্স তাঁর ভালো লাগেনি। বলেন, 'ভালো হবে আরও পরের বার। কিন্তু এর বেশি সময় নেই।'
তবে এরপর শান্তনু মৈত্র তাঁকে একপ্রকার ♕বকা দিয়েই ভুলটা ধরিয়ে দেন। বলেন, 'বললি সেরাটা দিতে পারিসনি। দুটো পয়েন্ট বল যে কোনটা ঠিক বলে মনে হয়নি তোর।' জবাবে অঙ্কনা জানায় তার সুর গেছে একাধিক জায়গায়, কাজগুলো স্পষ্ট ছিল না। এমনকি কনফিডেন্স ছিল না। এটা শুনেই শান্তনু বলেন, 'কেন কনফিডেন্স ছিল না? টেনশন করছিলি। কেন টেনশন করছিলি? কারণ তুই জিততে চাস। তোর লক্ষ্য ওই চেয়ারটা। গানে মন দে। চেয়ারে মন দিস না। গানটা উপভোগ কর। রেজাল্ট জরুরি নয়।'
আরও পড়ুন: একবার নয়, দুবার মানসীকে ‘ময়ূরী’ বলে ডাক শ্রেয়ার! ক𓄧ী ঘটল ꧋ইন্ডিয়ান আইডলের মঞ্চে?
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। সারেগামাপাℱর এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে🌼।