কিছুদিন আগেই গুলি করে হত্যা করা হয়েছে বাবা সিদ্দিকিকে। তারপর বেড়েছে সলমন খানের প্রাণের ভয়ও। কিন্🦩তু তবুও তিনি কিছ✃ুতেই বন্ধুর এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না। তাঁর পরিবারের পাশে থাকতে রোজ কী করছেন ভাইজান প্রকাশ্যে আনলেন খোদ জিশান।
আরও পড়ুন: 'স🎀ুর সবসময় নিঁখুত হয় না', তাও কেন 💦অরিজিতে দিল ফিদা সবার, যুক্তি দিয়ে বোঝালেন শান
আরও পড়ুন: মুক্তির ৩০ বছর পর ফের বড় পর্দায় আসছে করণ অর্জুন! কবে রি-রিলিজ করছে💟 শাহরুখ-সলমনের ছবি?
সলমন খানকে নিয়ে কী জানালেন জিশান সিদ্দিকি?
বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি জানিয়েছেন তাঁর বাবার মৃত্যুর পর তাঁদের পরিবারের এই কঠিন সময় ঢাল হয়ে পাশে থেকেছেন সলমন খান। চলতি মাসের শুরুতে যখন প্রকাশ্যে বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয় তখন যে তারকারা সবার আগে হাসপাতালে ছুট𓆉ে গিয়েছিলেন তাঁদের অন্যতম ছিলেন সলমন খান। এমনকি হাজির ছিলেন শেষকৃত্যেও। এবার সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিশান জানিয়েছেন সলমন খান নিয়মিত তাঁকে ফোন করেন। রোজ কল করে জানতে চান ঠিক আছেন কিনা তাঁরা।
বিবিসি হিন্দিকে দেওয়া একটি সাক্ষাৎকারে জিশান জানিয়েছেন সলমন ভীষণ ভেঙে পড়েছেন বাবা সিদ্দিকির মৃত্যুতে। তাঁকে যে নিজের বড় ভাইয়ের মতোই মনে করতেন ভাইজান, সে🐠টাও জানাতে ভোলেন না জিশান। আ🐼র এই দুর্ঘটনার পর থেকেই সলমন তাঁদের পরিবারের পাশে থেকেছেন, রোজ জিশানকে ফোন করেন খোঁজ নিতে। নির্ঘুম রাতে নানা বিষয় নিয়ে কথা বলেন বলেও জানান।
জিশান এদিন আরও জানান শিল্পা শেট্টি, সঞ্জয় দত্তও তাঁদের পাশে থেকেছেন বাবা সিদ্দিকির মৃত্যুর পর। এই তারকাদের তিনি তাঁর পরিবারের অংশ বলে জানাতেও ভোলেন না। এঁরা যে কেবল তাঁর বাবার বন্ধু ছিলেন সেটাই নয়, বরং সত্যিকারের পারিবারিক বন্ধন গড়ে উঠেছিল🔴 তাঁদের মাঝে যে সেটা এই কঠিন সময় তিনি অনুভব করতে পারছেন।
বাবা সিদ্দিকির মৃত্যু
গত শনিবার ১২ অক্টোবর ছেলের বান্দ্রার অফিসের সামনে ৩ আততায়ী এসে নির্মম ভাবে গুলি করে হত্যা করে বাবা সিদ্দিকিকে। তাও একবার গুলি নয়। একাধিকবার গুলি করা হয় তাঁকে। বুক এবং পেটে একাধিক ক্ষত হওয়ায় তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু♒ শেষ রক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় তাঁর। মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে বাবা সিদ্দিকির দিকে ৬ রাউন্ড গুলি চালানো হয়। এর মধ্যে ৩ টি তাঁর দেহে লেগেছে।