মাইনুল আহসান নোবেলের কি বিতর্ক লগ্নে জন্ম?
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে আইনি বিপাকে বাংলাদেশের জনপ্রিয় গায়ক। তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন চট্টগ্রামের এক আইনজীবী। নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য ঠিক সাত দি⭕ন সময় দেওয়া হয়েছে তাঁকে। নির্দিষ্ট সময়সীমার🔜 মধ্যে তা না করলে আরও বড় জটিলতায় পড়তে পারেন তিনি।
'সারেগামাপা'-এর হাত ধরে জনপ্রিয়তা পান নোবেল। কিন্তু পরবর্তী সময়ে সংগীতের চেয়ে বেশি বিতর্কের কারণে শিরোনাম দখল করেছেন। সম্প্রতি ফেসবুকে রবীন্দ্রনাথকে নিয়ে দু'টি পোস্ট করেন তিনি। তাঁর দাবি, বাংলাদেশের সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম। প্রায় নেই বললেই চলে। তাই তাঁর গান সে দেশে প্যারোডি করে গাওয়া হলেও তা বিশ্বকবির জন্য মঙ্গলজনক।(আরও পড়ুন: পরকীয়া-মাতলামিতে বেপরোয়া নোবেল, সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ)
এখানেই থেমে থাকেননি নোবেল। বুধবার আরও একটি বিতর্কিত পোস্ট করেন গায়ক। সেখানে বাংলাদেশে রবীন্দ্র চর্চাܫ বন্ধ করে দেওয়ার নিদান দেন তিনি। বলেন, সে দেশের জাতীয় কবি নজরুল ইসলাম। তাঁর দাবি, নজরুল যখন অধিকার রক্ষার জন্য কনডেম সেলে অত্যাচারের শিকার হচ্ছিলেন, তখন রবীন্দ্রনাথ ব্রিটিশদের চাটুকারিতা করে নানা সুবিধা উপভোগ করেছিলেন।
নোবেলের দু'টি পোস্ট নিয়ে শুরু হয় জলঘোলা। সমালোচনার ঝড় বয়ে যায় তাঁকে নিয়ে। এর পরে আইনি নোটিশ পাঠানো হয় গায়ককে।(আরও পড়ুন: স্ত্রীর বিরুদ্ধে 'সন্তান খুন'-এর অভিযোগ নোবেলের, পালটা তোপ গায়ক পত্নীর)
এই প্রথম নয়। অতীতেও গাঁজার নেশা থেকে পরকীয়া, অভব্য 🍸আচরণের অভিযোগ ওঠে নোবেলে🐲র বিরুদ্ধে।
গত বছর সঙ্গিনীকে নিয়ে বান্দরবনে ঘুরতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নোব🎀েল। অভিযোগ, মত্ত অবস্থায় হোটেলের আ𓆏বাসিকদের মারধর করেছিলেন তিনি। তাঁকে সামাল দিতে পুলিশ ডাকতে বাধ্য হয় হোটেল কর্তৃপক্ষ।