ছোট পর্দা এবং বড় পর্দার পর এবার ওয়েব মাধ্যমে পা রাখতে চলেছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। তিনি বয়েই গেল ধারাবাহিক দিয়ে ভীষণ নজর কেড়ে💖ছিলেন সকꦕলের। বর্তমানে তাঁকে জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে দেখা যাচ্ছে। এবার তিনি পা রাখছেন ওটিটি মাধ্যমে। তাঁর প্রথম সিরিজের নাম শক্তিরূপেন। এটি ক্লিক প্ল্যাটফর্মে দেখা যাবে।
প্রকাশ্যে শক্তিরূপেন সিরিজের পোস্টার
শুক্রবার ২ ফেব্রুয়ারি প্রকাশ্যে এল শক্তিরূপেন সিরিজের প্রথম টিজার পোস্ট🐈ার। এখানে 🍨দেখা যাচ্ছে একটি মেয়ে মুখ ঢেকে রয়েছে। নেপথ্যে একাধিক পেপার কাটিং দেখা যাচ্ছে যেখানে গণধর্ষণের মতো বিষয়ের উল্লেখ আছে।
আরও পড়ুন: দেবের প্রেমিকা ♏এবার আইটেম গার্ল! বিদ্যুতের ক্র্যাকে নেচে আগুন ঝরালেন রু🅷ক্মিণী
শক্তিরূপেন সিরিজ প্রসঙ্গে
এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বাসবদত্তা চট্টোপাধ্যায়, রেজওয়ান, অম্লান মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রমুখকে। সিরিজটির পরিচালনা করছেন সুরজিৎ ম♔ুখোপাধ্যায়। সিরিজের সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। চলতি মাসেই মুক্তি পাবে ছয় প⭕র্বের সিরিজ।
শক্তিরূপেন সিরিজের গল্প
এই সিরিজের গল্পের প্রেক্ষাপট কলকাতা থেকে তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত গ্রাম সুটিয়া। বরুণ বিশ্বাসের গ্রাম বলেই এটি বিশেষ পরিচিত। এই গ্রামেই একটার পর একটা ধর্ষণ ঘটেছিল। এমন অবস্থায় একদিন রিষান এবং দময়ন্তী গাড়ি করে ফিরছিল সেই পথ দিয়ে। তাদের গাড়ির সামনে এসে পড়ে একটি মেয়ে। দময়ন্তী তাকে বাঁচাতে চাইলেও তার প্রাণরক্ষার জন্য গাড়ি চুটিয়ে বেরিয়ে যায় নায༒়ক। পরে জানা যায় সেটি মেয়েটি ধর্ষিতা হয়েছে। কী করে𝐆 সেই মেয়েটিকে ন্যায় বিচার দেয় দময়ন্তী সেটা নিয়েই এই সিরিজের গল্প। আর এই ন্যায় দেওয়ার পথেই আছে চরম টুইস্ট।
আরও পড়ুন: শত লুকোছাপার মধ্যেও প্রকাশ্যে দেবী চৌধুরানীর শুটিংয়ের BTS দৃশ্য!𒅌 দেখা গেল 'প্রফুল্ল' শ্রাবন্তীকে?