রবিবার রাতে ছিল ইন্ডিয়ান আইডল ১৩-র ড্রিম ফিনালে। বিজেতার ট্রফি হাতে উঠল ঋষি সিং-এর। একদম শুরুর থেকেই প্রতিযোগিতায় এগিয়ে ছিল এই তরুণ। কিছুটা যেন জানাই ছিল, ঋষ♎িই হবে এবারের বিজেতা। যত তারকারা এই শো-তে এসেছেন এতদিন, সকলের মুখেই শোনা গিয়েছে ঋষির প্রশংসা। তবে বাংলার দর্শকরা বেশ হতাশ। অনেকেই আশা করেছিলেন এবার ෴বুঝি বাংলাতেই আসবে ট্রফি। তবে তাঁদের সে সাধ পূরণ হল না।
আসলে এবারের ইন্ডিয়ান আইডলের ফাইনালে (Indไian Idol The Dream Finale) ৬ ফাইনালিস্টের মধ্যে তিন মেয়েই ছিল বাংলার। দেবস্মিতা রায় (Debosmita Roy), বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty) এবং সোনাক্ষী কর (Sonakshi Kar)। তবে তাঁদেরকে পিছনে ফেলে ট্রফি উঠল ঋষি সিং (Rishi Singh)-এর হাতেই।
সোশ্যাল মিডিয়ায় অধিকাংশই শুভেচ্ছা জানিয়েছেন ঋষিকে। তবে একাংশের মন্তব্য ধরা পড়েছে হতাশা। একজন কমেন্টে লিখেছেন, ‘জানতাম এবারেও বাংলা থেকে কাউকে ট্রফি দেওয়া হবে না। তবে একদিন এরা ঠিক বাধ্য হবে বাঙালিকে ট্রফি দিতে। তবে ঋষি যোগ্য। শুভেচ্ছা অনেক।’ আরও পড়়ুন: ‘রাজনীতিবিদ বিয়ে করব না’, রাঘবকেꦍ বিয়ের খবরের🍌 মাঝে ভাইরাল পরিণীতির পুরনো সাক্ষাৎকার
অপরজন লিখলেন, ‘দেবস্মিতা বা সোনা💝ক্ষীর ট্রফি পাওয়া উচিত ছিল, কিন্তু এবারেও ঠিকঠাক হল ন♕া। নামেই এগুলো রিয়েলিটি শো। আসলে সবই আগে থেকে ঠিক করা থাকে।’।
তৃতীয়জন লিখলেন, ‘ঋষির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি না। কিন্তু প্রথম থেকেই শো-তে বেশি হাইলাইট করা হয়েছে। তাই বেশি ভোট পাবে এটাই তো স্বাভাভিক। আমার মনে হয় রিয়েলিটি শো-তে আজকাল টিআরপি আনার জন্য যে নাটকগুলো হয় সেগুলো অন্তত বন্ধ করা উচিত।’ আরও পড়ুন: ইন্ডিয়ান আইডল⭕ের ট্রফি জিতল ঋষি সিং, দ🐻্বিতীয় কলকাতার মেয়ে দেবস্মিতা!
প্রসঙ্গত, ঋষি প্রথম হল𒊎েও দ্বিতীয় হয়েছেন দেবস্মিতা রায়। দ্বিতীয় স্থানাধিকারী দেবস্মিতার পেয়েছেন ১৫ লক্ষ টাকা। আর সেখানে বিজয়ীর ট্রফি জেতা ঋষি পেয়েছেন একটি বিলাসবহুল গাড়ি (Techy Brezza) এবং ২৫ লক্ষ টাকার পুরস্কারম꧑ূল্য। এইবার ইন্ডিয়ান আইডলের বিচারকের আসনে ছিলেন হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানি এবং নেহা কক্কর, শো সঞ্চালনার দায়িত্ব ছিল আদিত্য নারায়ণের কাঁধে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )