এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় হিন্দি ভাষী দের যেন জয়জয়কার। একজন নন। এবার মোট চারজন হিন্দি ভাষী আছেন এ♚ই প্রতিযোগিতায়। ভাবছেন করা? চলুন দেখে নেও൲য়া যাক।
এবারের মিস ওয়ার্ল্ডে ৪ হিন্দি ভাষী
এবারের ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মি🐟স ইন্ডিয়া সিনি শেট্টি ছাড়াও আ꧟রও তিনজন হিন্দি ভাষী আছেন। এঁরা হলেন মিস নিউজিল্যান্ড, মিস বাংলাদেশ এবং মিস নেপাল।
আরও পড়ুন: জল্পনায় ইতি, ট্রিলজি নয় একক ছবি হিসেবেই আসছে রণবীরের শক্তিম🐭ান!
এবারের এই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে। সেখানেই অংশ নেবেন এই চার সুন্দরী। মিস ইন্ডিয়া সিনি শেট্টি আগে একজন অ্যাকাউন্ট ছিলেন। এখন তিনি বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন। এছাড়া আছেন মিস বাংলাদেশ শাম্মি ইসলাম নীলা। এই ২১ ব🍬ছর বয়সী সুন্দরী চান এই খেতাব জিয়ে বিশ্ব থেকে দারিদ্র্য মেটাতে এবং ভিক্ষা চাওয়ার মতো কাজকে দূর ꩲকরতে।
অন্যদিকে আছেন মিস নেপাল প্রিয়াঙ্কা রানি যোশী। অন্যদিকে মিস নিউজিল্যান্ড একজন ভারতীয় বংশোদ্ভুত, নাম নভজ্যোত কৌর। এই ২৭ বছর 🌼বয়সী আগে একজন পুলিশ অফি൩সার ছিলেন।
৭১ তম মিস ওয়ার্ল্ড প্রসঙ্গে
ভারতে এবার অনুষ্ঠিত হতে চলেছে ৭১ তম মিস ওয়ার্ল্ডের বিউটি পেজেন্ট। দীর্ঘ ২৮ বছর পর ভারত এই অনুষ্ঠানের আয়োজক দেশ হিসেবে থাকছে এবার। মিস ওয়া🧜র্ল্ডের অফিসিয়াল পেজের তরফে কিছুদিন আগে এক্স যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখা হয়, 'মিস ওয়ার্ল্ডের চেয়ারম্যান জুলিয়া মোরলে সিবিই জানিয়েছেন উত্তেজনার পারদ চড়ছে কারণ আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি এবারের মিস ওয়ার্ল্ডের আয়োজক দেশ হল ভারত। 🌠সৌন্দর্য, ডাইভারসিটি এবং নারী স্বাধীনতার উদযাপনের অপেক্ষায় আমরা। একটা দুর্দান্ত সফরের জন্য তৈরি হয়ে যান।'