কিছু দিন আগেই ‘ওপেনহাইমার’-এর সঙ্গে ভগবদ্গীতার যোগসূত্রের কথা শোনা গিয়েছিল। এমন খবর ছড♛়িয়ে পড়েছিল, ক্রিস্টোফার নোলান পরিচালিত এই ছবিতে র🌳বার্ট ওপেনহাইমারকে দেখা গিয়েছে পরমাণু বোমা আবিষ্কারের উৎসাহ ভগবদ্গীতা থেকে পেতে। আর তা নিয়ে উৎসাহী ছিলেন বহু মানুষ। কিন্তু ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গে বিষয়টি পালটে গিয়েছে। এখন ছবিটির সঙ্গে ভগবদ্গীতার সংযোগসূত্রটি নিয়ে রেগে আগুন অনেকেই। দাবি উঠেছে এই দৃশ্য ছবি থেকে বাদ দেওয়ার, নতুন ‘বয়কট হলিউড’-এর।
জে রবার্ট ওপেনহাইমার ছিলেন আমেরিকার পদার্থবিজ্ঞানী। তিনি কোয়ান্টাম ফিজিক্স নিয়ে তাঁর গবেষণা করেন। পরবর্তীকালে আমেরিকা যখন পরমাণু বোমা তৈরির কাজ শুরু করেন, তখন সেই ম্যানহ্যাটন প্রোজেক্টের অসামরিক প্রধান ছিলেন ওপেনহাইমার। পরবর্তীকালে যাঁকে ‘পরমাণু বোমার পিতജা’ হিসাবে বর্ণনা করা হয়। এহেন ওপেনহাইমারের জীবন নিয়েই এই ছবির গল্প।
(আও পড়ুন: গীতার পাশাপাশি মেঘ💧দূত-বেদ সবই পড়েছি💯লেন ওপেনহাইমার! লিখেছিলেন 'আমি মুগ্ধ হচ্ছি বারবার')
ছবির গল্পের সঙ্গে দ্বিত𒅌ীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ যোগ থাকলেও এটি কখনও যুদ্ধের ছবি হয়ে ওঠেনি। বরং প্রকৃতি অর্থে যুগান্তকারী হয়ে উঠতে পারে, এমন এক অস্ত্রের নির্মাণ কীভাবে হয়েছে, কীভাবে আমেরিকার নিশ্ছিদ্র নিরপত্তা বলয় ভেদ করে, তা পৃথিবীর আরও কয়েকটি দেশের হাতেꦬ পৌঁছে গিয়েছে, সে সব নিয়ে দোষারোপ, পালটা দোষারোপ এবং ব্যক্তিমানসে এসব ঘটনার প্রভাবে চড়াই উৎরাই নিয়েই নিয়েই এই ছবি। এহেন ছবির একটি দৃশ্য এখন বিতর্কের কেন্দ্রে।