একেই বোধহয় বলে সেয়ানে-সেয়ানে টক্কর! কথা হচ্ছে ভুল ভুলাইয়া ৩ আর সিংঘম এগেইনকে নিয়ে। অজয় দেবগন আর কার্তিক আরিয়ানের সিনেমা মিশ্র প্রতিক্রিয়া ⭕পেয়েছে বক্স অফিসে। তবে তাতে অবশ্য দিওয়ালির মরশুমে ব্যবসায় সেভাবে বাধা পড়েনি।
পঞ্চম দিনে ভুল ভুলাইয়া ৩-এর বক্স অফিস কালেকশন:
মঙ্গলবার ছিল, সিনেমাটির প্রেক্ষাগৃহে চলার পঞ্চম দিন। এদিন ভুল ভুলাইয়া ৩ ভারতে ১৩.৫০ কোটি টাকা আয় করেছে। ঘটনাচক্রে, ভারত জুড়ে অনেক বেশি স্ক্রিন দখলে থাকা সত্ত্বেও সিংঘম এগেইন এই একই টাকা ঘরে তোলে। কার্তিক আরিয়ান অভিনীত এই ছবি ভারতে পাঁচ দিনে আয় করেছে ১৩৭.৫০ কোটি টাকা। বিদেশেও বেশ ভালো ব্যবসা করছে হরর কমেডিটি। সোমবার ভুল ভুলাইয়া ৩ আয় করেছিল ১৮ কোটি টাকা। স𒊎প্তাহের শুরু হওয়া সত্ত্বেও, দেশের বিভিন্ন প্রান্তে ছি উৎসবের আমেজ। সব মিলিয়ে বর্তমানে ভুল ভুলাইয়া ৩-এর ৫ দিনে দেশের বাজারে আয় ১৩৭.৫০ কোটি।
আরও পড়ুন: রবীন্দ্রনাথের পর সুপারস্টার সিঙ্গ🏅ারে ‘অপমান’ বাঙালির উলুকে! অভিযোগে বিদ্ধ নেহা কক্কর, অনু মালিক
এদিকে ছবির আয়ে নির্মাতারা খুশ𒐪ি। কার্তিক আরিয়ান আর ভূষণ কুমার। তাঁরা বেনারসে ছবির প্রচার করার পাশাপাশি, গঙ্গা আরতিতেও অংশ নেন। ভুল ভুলাইয়া ৩-এ আরও অভিনয় করেছেন বিদ্যা বালন, মাধুরী দিক্ষীত, তৃপ্তি দিমরিরা।
আরও পড়ুন: ‘রক্তপিপাসু শিল্পী’! মঞ্চে মুরগিকে হত্যা, তার🌠পর রক্তপান! বিতর্কে অরুণাচলের গায়ক, দ🥀ায়ের এফআইআর
৫ দিনে সিংঘম এগেইনের আয় কত?
মঙ্গলবার, মুক্তির পঞ্চম দিনে, সিংহাম এগেইন ভারতে ১৩.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। যা সোমবারের আয় ১৮ কোটি টাকার থেকে ২৫% কম। এই পতন অবশ্য ভারত জ💖ুড়ে দীপাবলির ছুটি শেষ হওয়ার ফলে প্রত্যাশিত। আর ভারতে এই ছবির মোট আয় ১৫০ কোটি টাকা। ৫ দিনের মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ১৫৩.২৫ কোটি টাকা।
আরও পড়ুন: এতদিন পাপারাৎজিদের বকা দিত জেহ-তৈমুর! এবার করি🅺নাও এয়ারপোর্ট থেকে বের✃িয়ে…
রোহিত শেট্টির ⛄কপ ইউনিভার্সের অংশ সিংহম এগেইন। ছবিটি সিংঘম সিরিজের তৃতীয় কিস্তি এবং কপ ইউনিভার্সের পঞ্চম। ছবিতে অজয় দেবগন ছাড়াও অভিনয় করেছেন করিনা কাপুর, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, টাইগার শ্🎐রফ এবং প্রথমবার ভিলেন হয়ে অর্জুন কাপুর। ছবিটিতে সলমন খানের চুলবুল পাণ্ডের একটি ক্যামিও রয়েছে।