সন্দেশখালির অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে নিয়ে বাꦍরবার প্রশ্নেক মুখে পড়তে হচ্ছে অভিনেত্রী, ও তৃণমূল সাংসদ নুসরত জ🔜াহানকে। ভ্যালেন্টাউন্স ডে-র দিন নুসরত সোশ্যালে পোস্ট করতেই, আক্রমণ এল বিজেপির থেকে।
সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেতাদের দ্বারা মহিলাদের উপর যৌন হয়রানির অভিযোগের প্রতিবাদে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের মতো ঘটনা ঘটে গিয়েছে সেখানে। রাজ্য দলের সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মীরা সন্দেশখালিতে কথিত যৌন✱ শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে যখন ব্যস্ত, ঠিক তখন নুসরত করেছিলেন স্বামী, অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের ছবি শেয়ার।
একটি লাল রঙের পোশাকে ভ্যালেন্টাইন্স ডে-র ফোটোশ্যুট করেছিলেন তিনি। ভিডিয়োটি তোলা হয়েছে গঙ্গাবক্ষে। কালো স্যুট আর সাদা শার্ট ছিল যশের গ🐬ায়ে। বেশ কিছু রোন্যান্টিক মুহূর্ত ধরা পড়ে দুজনের সেখানে।
আর সেটাকে কাজে লাগিয়েই পোস্ট এল রাজ্য বিজিপি-র অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে। সেখানে লেখা হল, ‘সন্দেশখালিতে মেয়েরা 🦄নিজেদের সম্মানের জন্য লড়ছে। এদিকে, বসিরহাটের টিএমসি সাংসদ ভ্যালেন্টাইনস ডে উদযাপনඣ করছেন’।
প্রসঙ্গত, বুধবার ভ্যালেন্টাইন্স ডে-র দিন সন্দেশখালির উত্তেজনা বেড়ে যায় যখন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সেখানে পৌঁছানোর চেষ্টা করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।𝓰 তিনি আহত হন বলেও জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধীদলীয় নেতা, শুভেন্দু অধিকারী, রাজ্য পুলিশের দ্বারা সুকান্ত মজুমদারের উপর হওয়া আচরণের নিন্দা করে বলেছেন যে, বিজেপি এর বিরুদ্ধে প্রতিবাদ করবে।
তবে সন্দেশখালি নিয়ে আগেই মুখ খুলেছেন নুসরত। তি𝕴নি জান🍌িয়েছিলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমি নিয়মিত যোগাযোগ রেখেছি। প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে। পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। আর আমার কাজ আগুনে ঘি দেওয়া নয়। আমাদের সকলের কাজ হওয়া উচিত যাতে আগুন নেভানো যায়।’
‘আমি যাওয়ার মানে হচ্ছে, আমার সঙ্গে আরও পাঁচজন যাবেন। ওখানে যে পরিস্থিতি রয়েছে সেটাকে সম্মান করতে হবে। প্রশাসন সেখানে যে বিধি জারি করেছে সেটাকে আমাদের সম্মান করতে হবে।’, আরও য𓄧োগ করেছিলেন নুসরত।&n𝔉bsp;
এর আগেও বসিরহাট নিয়ে কার্যত কটাক্ষের মুখে পড়েছেন নুসরত জাহান। নিজের এলাকায় হাতে গোনা দিন অভিনেত্রী এসেছিলেন বলে দাবি করেন সেখানকার সাধারণ মানুষেরা। এমনকী, ২০২২ সালে হাড়োয়া বিধানসভার চাঁপাতলা পঞ্চায়েত এলাকা ভরে গিয়েছিল ‘নুসরত জাহান মিসিং’ পোস্টারে। সেখানে লেখা ছিল, ‘বসিরহাটের এমপি নুসরত জাহান নিখোঁজ, সন্ধান চাই। প্রতারিত জনগণ। প্রচারে তৃণমূল কর্মীবৃন্দ।’ যদিও তখন এটিকে বিরোধী দলের কাজ বলেই ধামাচাপা দিয়েছিলেন অভিনেত্রীꦓ।