রাজনীতিতে ফিরে এলেন গোবিন্দা। বৃহস্পতিবার ২৮ মার্চ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে তিনি এদিন শিবসেনায় যোগ দিলেন। পিটিআইয়ের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে কিছুদিন আগে🎃ই একনাথ 🌼শিন্ডের সঙ্গে দেখা করেছিলেন গোবিন্দা। সেই মিটিংয়ের পরই তিনি শিবসেনায় যোগ দিলেন।
আরও পড়ুন: ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন💝 দেব - জ🌃িৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা?
গোবিন্দা এবং রাজনীতি
গোবিন্দা এর আগেও রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তখন তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এমনকি সেই দলের হয়ে ২০০৪ সালে লোকসভায় লড়েছিলেন উতꦗ্তর মুম্বই কেন্দ্র থেকে। তখন তিনি বিজেপির বর্ষীয়ান নেতা রাম নায়ককে পরাজিত করেন। এরপর তিনি কংগ্রেসের থেকে মুখ ফেরান এবং ২০০৯ সালের লোকসভা নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নꦜেন।
আরও পড়ুন: ২২ - এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কি😼তা, পেলেন কী🧔 কী উপহার?
আরও পড়ুন: অ্যানিম্যালের পর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক🃏্ষ ববি?
গোবিন্দা কী বললেন?
গোবিন্দা এদিন রাজনীতিতে পুনরায় যোগ দিয়ে বলেন, 'আমি মন দিয়ে ভালো করে কাজ করব। শিল্পের উন্নতির ꧋দিকে নজর রাখব।' একই সঙ্গে তিনি জানান মুম্বই এখন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। একনাথ শিন্ডের জন্যই সেটা সম্ভব হয়েছে। এছাড়া অভিনেতা জানান তাঁর বাবা মায়ের সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের 𒉰খুব ভালো সম্পর্ক ছিল। তবে কি এবার আবার নির্বাচনে লড়বেন গোবিন্দা? সেই বিষয়ে তিনি কোনও উত্তর দেয়নি।
আরও পড়ুন: 'ও হ্যাঁ বলল...' বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি - সিদ্ধার্থ? এনগেজ🔥মেন্ট রিং দেখিয়ে কী লিখলেন?
আরও পড়ুন: শাকিবের সঙ্গে 'চেঙ্গিজ'-এর জিতের হুবহু মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুꦗলল মিমিܫর ছবি
অন্যদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন কোনও শর্ত ছাড়াই গোবিন্দা শিবসে🐼নায় যোগ দিয়েছেন। বৃহস্পতিবার ২৮ মার্চ মুম্বইয়ের ব✅ালাসাহেব ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানেই গোবিন্দা শিবসেনায় যোগ দেন। যদি তিনি নির্বাচনে লড়েন তাহলে ২০০৪ সালের মতোই তিনি উত্তর মুম্বই কেন্দ্র থেকেই নির্বাচনে লড়বেন বলে জানা গিয়েছে।