এবারে ইদের সিনেমার বাজার জমিয়েছিলেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ আর অজয় দেবগনরা। ৩ অভিনেতার দুটি ছবিতেই দেশপ্রেমের ছোঁয়া রয়েছে। অজꦯয় দেবগনের ময়দান সিনেমাটি তুলে ধরেছিল ফুটবলের জগ𒈔তের স্বর্ণযুগকে। আর টাইগার-অক্ষয়ের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ হল দেশের সম্মান রক্ষায় দুই সেনার মিশন।
পঞ্চম দিন খুব একটা শুভ হল না বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ-র জন্য। Sacnilk.com-এর রিপোর্ট অনুযায়ী, এটি মাত্র ২.৫ কোটি টাকা সংগ্রহ করেছে, যা রবিবারের সংগ্রহের তুলনায় ৭২% কম𒁃। প্রথম সোমবারে সিনেমাটির বক্স অফিস আয় কমবে বলেই ধারণা করা হয়েছিল, তবে এত বড় পতন সপ্তাহের বাকি দিনগুলির সংগ্রহের জন্য ভালো লক্ষণ নয়। যদিও ময়দানের অবস্থা আরও খারাপ, মাত্র ১.৫০ কোটি সোমবারে।
আরও পড়ুন: বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির🅘 সামনে গুলি, গ্রেফতার দুই ‘বন্দুকবাজ’
বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর বক্স অফিস সংগ্রহ:
ইদ উপলক্ষে ১১ এপ্রিল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ছবিটি। এটি প্রথম দিনে ১৫.৬৫ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিন শুক্রবার, এটি ৭.৬ কোট🐎ি টাকা আয় করে, শনি এবং রবিবার ৮.৫ কোটি এবং ৯ কোটি টাকা আয় করে। যার ফলে মোট স꧒ংগ্রহ গিয়ে দাঁড়ায় ৪৩ কোটি। আর সোমবারের ২.৫ কোটি টাকা যোগ করলে বর্তমানে এটি ৪৫ কোটি।
আরও পড়ুন: ভূট♐ানিজ মডেলের সঙ্গে ৯ বছর প্রেম, শেষে খেলোয়াড়কে বিয়ে বলি নায়িকার, আজ জন♍্মদিন, বলুন তো কে?
বিদেশেও বড়ে মিয়াঁꩲ𝓀 ছোটে মিয়াঁ ভালো ব্যবসা করছে। এর বিশ্বব্যাপী সংগ্রহ পঞ্চম দিনে ১০০ কোটি ছুঁয়ে ফেলবে বলে আশা করা হচ্ছে।
ময়দানের বক্স অফিস কালেকশন:
Sacnilk.com-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, সিনেমাটি ভারতীয় বক্স অফিসে মাত্র দেড় কোটি আয় করেছে। ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবনের উপর নির্ভর করে তৈরি স্পোর্টস ড্রামাটি পরিচালনা করেছেন অমিত আর শর্মা। রবিবারও আয় ছিল ৬.৪ কোটি। ওআপাতত ময়দানের মোট আয় ২৩.৫০ কোটি।
অন্য দিকে, মাদগাঁও এক্সপ্রেস এবং ক🎐্রু সি🐽নেমা দুটিও ভালোই সংগ্রহ করছে বক্স অফিসে। এখনও টিকে রয়েছে সিনেমা হলে। এখন দেখার, অন্তত ১৫০ কোটির ঘর পেরোতে পারে কি না ময়দান কিংবা বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ।