ইতিমধ্𓆏যেই শুরু হয়ে গিয়েছে ৭৭ তম কান চলচ্চিত্র উৎসব। এবার সেই কান ফিল্ম মার্কেটে প্রতিনিধিত্ব করছে সৌম্যজিৎ মজুমদারের ছবি জয়গুরু। এটি এই ভারতীয় পরিচালকের আগামী ছবিღ। সেই ছবির হাত ধরেই এই ফিল্ম ফেস্টিভ্যালে নিজের জায়গা পাকা করে এলেন তিনি। বলে রাখা ভালো এই জয়গুরু ছবিতে উঠে আসবে পার্বতী দাস বাউলের জীবনী। তাঁর জীবনের অনুপ্রেরণা থেকেই বানানো হবে এই ছবিটি।
আরও পড়ুন: ২৬ কোটি ৭৬ লাখের কেবল বাড়ি! সোনা - হিরে - গাড়ি 🍨মিলিয়ে মোট কত সম্পত্তির মালিক কঙ্গনা?
কান ফিল্ম মার্কেটে প্রতিনিধিত্ব করছে সৌম্যজিতের জয়গুরু
কান ফিল্ম ফেস্টিভ্যাল বিনোদন জগতের অন্যতম বিশেষ ফিল্ম ফেস্টিভ্যাল বলা চলে। আর গুরুত্ব যে বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকা মানুষদের কাছে🐽 প্রবল সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই ফিল্ম ফেস্টিভ্যালে একদিকে যেমন অভিনেতা অভিনেত্রীরা তাঁদের সাজ, উপস্থিতি দিয়ে নজর কাড়েন তেমনই বহু ছবির প্রদর্শনী হয় এখানে। বাদ যায় না বিনোদন দুনিয়ার ব্যবসায়িক দিকের বিস্তার। আর এই তৃতীয় বিষয়টির ক্ষেত্রে কোনও ছবি যদি কান ফিল্ম মার্কেটে নিজের জায়গা পাকা করে নেয় তাহলে বলাই বাহুল্য সেই ছবি একাধিক সুবিধা পায়। মেলে বিদেশি প্রযোজকও। ঠিক যেমনটা ঘটল সৌম্যজিতের জয়গুরু ছবিটির ক্ষেত্রে।
সৌম্যজিৎ মজুমদারের পরিচালনায় আগামীতে তৈরি হতে চলা এই ছবিটি 3কাধিক দেশের যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে। ফ্রান্স, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অবশ্য🗹ই ভারতের যৌথ উদ্যোগে তৈরি হবে সেই ছবি। এই ছবির গল্প আবর্তিত হবে পার্বতী দাস বাউলের জীবনীকে কেন্দ্র ✱করে। তবে এখনও এই ছবির চিত্রনাট্য চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: ভরা মঞ্চে গান গাই🔯ছেন জুবিন গর্গ, আচমকাই স্টেজে উঠে গায়ককে জাপটে চুমু মহিলা হোমগার্ডেরꦜ! তারপর...
কারা কারা প্রযোজনা করছে এই ছবির?
এই বিষয়ܫে জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযোজক অনিরুদ্ধ এবং অপর্ণা দাশগুপ্ত, লন🌺্ডনের মনসুর আলি, ফ্রান্সের চয়ন সরকার এই ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলাবেন।