লোকসভা নির্বাচনী আবহে খবরের শিরোনাম থেকে যেন সরছেই না মিঠুন চক্রবর্তীর নাম। এবার বিজেপির আরামবাগের রোড শোতে বিꦓপত্তি ঘটায় খবরের শিরোনামে মহাগুরু। কিন্তু কেন꧂? কী ঘটেছে? জানা গিয়েছে এদিন মিঠুন চক্রবর্তী আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের হয়ে প্রচারে গিয়েছিলেন। সেখানেই কামারপুকুরে ছিল তাঁর রোড শো। কিন্তু এদিন তিনি রোড শো না করেই ফিরে গেলেন।
আরামবাগের রোড শো থেকে ফিরে গেলেন মিঠুন
আরামবাগ কেন্দ্রের কামারপুকুরে বিজেপি প্রার্থীর হয়ে রোড শোয়ে আজ যোগ দেওয়ার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। কামারপুকুর চটি থেকে লাহাবাজাജর পর্যন্ত এই রোড শো হওয়ার কথা ছিল। সেখানে তাঁকে একটু দেখার আশায় ভিড় জমিয়ে ছিলেন বহু মানুষ। বেলা ১২ টা নাগাদ সেখানে এসে পৌঁছলেও এদিন কোনও রোড শো না করেই ফিরে গেলেন তিনি। প্রসঙ্গত এদিন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের হয়ে খানাকুলে প্রচার করেন ফিরহাꦚদ হাকিম।
আরও পড়ুন: 🍎সৃজিতের আগামী ছবি যেন নক্ষত্রের হাট! ঋত্বিক-পরম-কৌশিক সহ কারা বলছেন 'সত্যি বলে সত্যি কিছু নেই'?
ঠিক কী হয়েছে এদিন? এদিন সময় মতো ম্যাটাডোরে ওঠেন বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর, মিঠুন চক্রবর্তী, বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক, আরামবাগের বিধায়ক মধুসূদন দাস, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। আর রোড শো শুরু হতেই উচ্ছ্বসিত জনতা হুড়মুড় করে এগিয়ে যান মিঠুনের ম্যাটাডোরের দিকে। আর তখনই সেই গাড়ি থেকে নেমে অন্য গাড়ি করে চলে যান মহাগুরু। তাঁর এদিন এখানেই দুপুরের খাবার খা🍌ওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেটাও করেননি। তဣাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। কেউ কেউ তো তাঁকে মিথ্যেবাদী বলেও দেগে দেন।
তবে সেই রোড শো ছেড়ে এলেও❀ তিনি কিন্তু এদিন পরবর্তীতে নন্ꦡদনপুরের জনসভায় যোগ দেন। এমনকি নাচও করেন। বাদ দেন না তৃণমূল কংগ্রেসকে একহাত নিতে।
আরও পড়ুন: বড়পর্দায় এবার বিদ্র♎োহী কবির বায়োপিক, নজরুলের চর🅷িত্রে কিঞ্জল, রবি ঠাকুর হচ্ছেন কে?
তিনি এদিন তৃণমূলের উদ্দেশ্যে নাম না করে বলেন, 'আমাদের বিরোধী দল সকাল থে🦩কে ব☂িকেল পর্যন্ত মিথ্যে কথা বলে চলেছে মাইকে।' তবে তৃণমূলকে যতই তিনি গাল মন্দ করুন না কেন তাঁকে পাল্টা জবাব দিতে ছাড়েননি ফিরহাদ হাকিম। তিনি এদিন তাঁর খানাকুলের সভা থেকে মিঠুনের উদ্দেশ্যে বলেন, 'চোরের মায়ের বড় গলা। এখন সব দল ঘোরা হয়ে গিয়েছে। এবার দেখুন কোন দলে যান।'