সম্প্রতি সলমন খানকে নিয়ে মুখ খুলেছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। তাঁর কথায় সলমন ইন্ডাস্ট্রির অন্যান্য শিল্পীদের মতো নয়, ওর মুড (মেজাজ) বুঝে কথা বলতে হয়। মুকেশ ছাবরার কথায়, ‘সলমন ঠিক কেমন মেজাজে রয়েছেন, সেটা দেখে নিয়ে তবেই আমি ওঁর সঙ্গে কথা বলি।’ আচমকা মুকেশের এম♐ন কথা শুনে অনেকেই হয়ত ভাববেন সলমনের সমালোচনায় করেই একথা বলেছেন মুকেশ ছাবরা। কিন্তু নাহ, একেবারেই তা নয়। উল্টে ভাইজানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি।
কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার কথায়, ‘সলমন খান ভীষণই সৎ, ওর সততাকে প্রায়শই লোকেরা ভুল বোঝেন। কিন্তু ভাইজান আসলে ঈশ্বরের পাঠানো দূতের মতো। মুকেশের কথায়, সলমন হলেন'ভগবান কা বান্দা'। ও যখন যাঁর প্রয়োজন তাঁর পাশে থাকেন। অনেকেই হয়ত জানেন না সলমন গ্যালাক্সি অ্🍷যাপার্টমেন্টেের যে ফ্লোরে থাকেন, সেটা ১ কামরার ফ্ল্যাট, উনি বিলাসিতা পছন্দ🧸 করেন না। ওঁর ফ্ল্যাটে একটি সোফা, একটি ডাইনিং টেবিল, একটি ছোট জায়গা রয়েছে যেখানে তিনি লোকজনের সঙ্গে কথা বলেন, আর রয়েছে ছোট একটা জিম। নামী ব্র্যান্ড বা দামি জিনিস উনি বিশেষ কিনতে চান না।
আরও পড়ুꩲন-'মার্কিন ব্যাঙ্কের ভরাডুবিতে জীবনের অর্ধেক সঞ্চয় খুইয়েছি', অঝোরে কান্না শ্যারন স্টোনের
আরও পড়ুন-শ্রাবন্তীর মতোই সুন্দরী, অভিনয় করতেন দিদি স্মিতাও, নায়ককে বিয়ে করে হারিয়ে গ🐽েলেন!
প্রসঙ্গত মুকেশ ছাবরা এমন🧜 একজন কাস্টিং ডিরেক্টর যিনি সলমন খান এবং শাহরুখ খান সহ বলিউডের বহু বড় সেলিব্রিটির সঙ্গে কাজ করেছেন। সলমনের সঙ্গে বজরঙ্গি ভাইজান এবং টিউবলাইটের মতো ছবিতে কাজ করেছেন এবং এবং ভাইজানকে খুব কাজ থেকে দেখেছেন। মুকেশের মতে, স্টারডম থাকা সত্ত্বেও সলমন খুব একটা বদলাননি।
তাঁর কথায়, অনেকসময় চাপের কারণে শাহরুখ এবং আমির খান সহ অনেকেই বিভিন্ন মেজাজ থাকেন। তাই কথা বলার আগে সেটা দেখে নেওয়া উচ🍌িত। প্রসঙ্গত, 'প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত-অভিনীত দিল বেচারার হাত ধরে পরিচালনায় হাতেখড়ি হয় মুকেশ ছাবরার। অন্যদিকে সলমনকে দেখা যাবে কিসি কা ভাই কিসি কি জান ꦅছবিতে। ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার থ্রি-তেও জেখা যাবে সল্লুকে।